মেদিনীপুর, 10 নভেম্বর : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল । এই তরুণী মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগে পিজিটি দ্বিতীয়বর্ষের পড়ুয়া ছিলেন । বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে ৷ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মিনি ঘোষ নামে 27 বছরের তরুণী চিকিৎসকের মৃতদেহ । তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সিনিয়র চিকিৎসকদের সেমিনারে অংশ নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরি করেন শিশু বিভাগে এমডি পাঠরতা মিনি । এরপর রাতে তাঁকে ডাকতে গিয়ে রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহপাঠীদের । দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙতে হয় ৷ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মিনির দেহ ৷ এই বিষয়ে শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ বলেন, "মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে আমাদের প্রাথমিক অনুমান । তবে কী কারণে মানসিক অবসাদ তা বুঝতে পারছে না কেউই ।" প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হলেও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বুধবার মেডিক্যাল কলেজেই ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে । আকস্মিক এই ঘটনায় হতবাক সকলেই ।