হিজলি, 22 এপ্রিল : স্টেশনে ওয়াশিং পাইপলাইন বসানোকে কেন্দ্র করে চলল গুলি। গতরাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-বালেশ্বর বিভাগের হিজলি স্টেশন সংলগ্ন ঝুলি এলাকায় । স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলে । এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর হামলা চালায়। গুলি এবং তরোয়ালের আঘাতে দু'পক্ষের 4 জন জখম হয় । এদের মধ্যে 3 জনকে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং 1 জনকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয় । গতরাতেই গুলিবিদ্ধ শিবা সাবান্তকে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অন্য তিনজন জখমের নাম সাহিল সোনকার, হেমান্ত সোনকার ও ধর্মরাজ সোনকার ।
হিজলিতে পাইপলাইন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ 1 - pipeline
হিজলি স্টেশনে ওয়াশিং পাইপলাইন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, চলেছে গুলি । জখম 4 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে তিনমাস ধরে ঝুলি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল । এই উত্তেজনা কমাতে রবিবার সন্ধেয় দু'পক্ষের বৈঠক হয় । বৈঠক থেকে ফেরার পথে দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে । ঘটনার পর পুলিশবাহিনী ঝুলি এলাকায় টহল শুরু করে ।
উল্লেখ্য, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে একসময় এই ঝুলি এলাকা মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠত । তবে সম্প্রতি এই এলাকায় অশান্তি কমে গেছিল । কিন্তু গতরাতে ফের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।