মেদিনীপুর, 9 এপ্রিল: কোরোনায় আক্রান্ত হতে পারে পশুরাও । নিউইয়র্কে একটি বাঘ কোরোনায় আক্রান্ত হতেই দেশের প্রতিটি চিড়িয়াখানাকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার । পশু-পাখিদের সংক্রমণ থেকে দূরে রাখতে নির্দেশিকা জারি হয়েছে । ঠিকঠাকমতো এই নির্দেশিকা মেনে চলা হচ্ছে কি না তা দেখতে মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যানে সারপ্রাইজ় ভিজ়িট করলেন সদর মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা ।
মেদিনীপুরের পশু উদ্যান পরিদর্শন আধিকারিকদের - government officials visited the zoo in medinipur during lockdown
লকডাউনে কেমন আছে চিড়িয়াখানার পশু-পাখিরা, সেই বিষয়ে খোঁজখবর নিতে মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান পরিদর্শনে আসেন সরকারি আধিকারিকরা ।
![মেদিনীপুরের পশু উদ্যান পরিদর্শন আধিকারিকদের মেদিনীপুর শহরের পশু উদ্যান ঘুরে দেখলেন সরকারি আধিকারিকরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6729619-372-6729619-1586451111439.jpg)
লকডাউনে কেমন আছে চিড়িয়াখানার পশু-পাখিরা ? সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার । চিড়িয়াখানাগুলি পরিদর্শনের নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলিতে । সেই নির্দেশমতো মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান পরিদর্শনে আসেন সরকারি আধিকারিকরা । এই শিশু উদ্যানে রয়েছে কয়েকশো পশু-পাখি । সরকারি আধিকারিকরা ঘুরে ঘুরে উদ্যানের পরিচর্যা এবং পরিকাঠামো খতিয়ে দেখেন । পর্যবেক্ষণ দলে ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সদর মহকুমাশাসক ।
এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক উত্তম অধিকারী বলেন, "লকডাউনে চিড়িয়াখানার পশু-পাখিরা কী অবস্থায় রয়েছে তা দেখতে এসেছিলাম । এখানে কয়েকশো পশুপাখি রয়েছে । তবে পশু-পাখিদের মধ্যে কোরোনা সংক্রমিত হওয়ার কোনও জায়গা নেই মেদিনীপুরে । অরবিন্দ শিশু উদ্যানে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া আছে । পশু চিকিৎসক মাঝেমধ্যে ভিজ়িট করে যাচ্ছেন ।"