দাসপুর, 29 জুলাই : করোনা পরিস্থিতি বদলে দিয়েছে অনেক কিছু ৷ দীর্ঘ লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেকেই ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ছবিটা এরকমই ৷ স্বর্ণশিল্পী থেকে রাতারাতি কেউ হলেন চাওয়ালা তো কেউ ডাবওয়ালা ৷ জীবন ও জীবিকা রক্ষার্থে পরিবারের মুখে দু‘মুঠো অন্ন তুলে দিতেই এই পেশা পরিবর্তন বলেই দাবি শিল্পীদের ।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল স্বর্ণশিল্পীদের জন্য বিখ্যাত । নিজের জেলার পাশাপাশি ভিনরাজ্যেও কাজ করে থাকেন এখানকার স্বর্ণশিল্পীরা । কিন্তু দীর্ঘ করোনা পরিস্থিতির জেরে জেলার পাশাপাশি ভিনরাজ্যেও বন্ধ হয়েছে কাজ । ফলে জীবন বাঁচাতে বাধ্য হয়ে ভিন্ন পেশাকে বেছে নিয়েছেন দাসপুরের স্বর্ণশিল্পীরা ।
কেউ বেছে নিয়েছেন সবজি বিক্রি, কেউ বা ফল । দাসপুরের আর এক স্বর্ণশিল্পী অমল পাইন পেশা হিসেবে বেছে নিয়েছেন চা বিক্রি । তাঁর চা এখন এতটাই জনপ্রিয় যে, দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অলিগলিতে এখন তা করোনা চা হিসাবে পরিচিত । সকাল বিকেল সকলের মুখে এখন একটাই কথা ৷ চল, করোনা চা খেয়ে আসি । দাসপুর থানার রাজনগরের এমন অনেকেই আছেন, যাঁরা করোনার জেরে পেশা বদল করতে বাধ্য হয়েছেন ।
আরও পড়ুন :বাস নয়, বাসা