চন্দ্রকোনা, 25 জানুয়ারি: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja 2023) ৷ তার আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শুভজিৎ প্রামাণিকের বাড়িতে হাজির হয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ শুভজিৎ মাত্র 11 সেন্টিমিটারের ছোট্ট একটি সরস্বতী প্রতিমা (Goddess Saraswati Micro Idol) তৈরি করেছেন ৷ সেই প্রতিমা দেখতেই শুভেজিতের মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক ৷ তাঁর কৌতূহল সানন্দে মিটিয়েছেন শিল্পী ৷ তাঁর তৈরি ছোট্ট সরস্বতীকে ক্য়ামেরার সামনেই দেখিয়েছেন তিনি ৷ সেই প্রতিমায় দেবীর সঙ্গেই রয়েছে তাঁর বাহন রাজহাঁস, রয়েছে বীণা ৷ সবটুকুই এঁটে গিয়েছে ছোট্ট পরিসরে !
চন্দ্রকোনা পৌরসভা এলাকার 3 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা শুভজিৎ প্রামাণিক ৷ ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা তাঁর পছন্দের বিষয় ৷ কাজ করেন মাইক্রো আর্ট নিয়েও ৷ গত চারবছর ধরে এই বিষয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন শুভজিৎ ৷ ইতিমধ্য়েই তাঁর সৃষ্টি জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) ৷ শুভজিৎ ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন ৷ সাম্মানিক স্নাতকের ডিগ্রি হাতে আসার পর সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ৷ তারই ফাঁকে বানিয়ে ফেলেছেন এই খুদে সরস্বতী ৷