পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Goddess Saraswati Micro Idol: সরস্বতী বন্দনায় 11 সেন্টিমিটারের প্রতিমা গড়লেন চন্দ্রকোনার শুভজিৎ - চন্দ্রকোনা

সরস্বতীপুজো (Saraswati Puja 2023) উপলক্ষে 11 সেন্টিমিটারের ছোট্ট একটি সরস্বতী প্রতিমা (Goddess Saraswati Micro Idol) তৈরি করেছেন চন্দ্রকোনার শুভজিৎ প্রামাণিক ৷ তাঁর মুখোমুখি হয়েছিল ইটিভি ভারত ৷

Goddess Saraswati Micro Idol made by Chandrakona Young Man
ছোট্ট সরস্বতী

By

Published : Jan 25, 2023, 6:42 PM IST

11 সেন্টিমিটারের ছোট্ট সরস্বতী

চন্দ্রকোনা, 25 জানুয়ারি: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja 2023) ৷ তার আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শুভজিৎ প্রামাণিকের বাড়িতে হাজির হয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ শুভজিৎ মাত্র 11 সেন্টিমিটারের ছোট্ট একটি সরস্বতী প্রতিমা (Goddess Saraswati Micro Idol) তৈরি করেছেন ৷ সেই প্রতিমা দেখতেই শুভেজিতের মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক ৷ তাঁর কৌতূহল সানন্দে মিটিয়েছেন শিল্পী ৷ তাঁর তৈরি ছোট্ট সরস্বতীকে ক্য়ামেরার সামনেই দেখিয়েছেন তিনি ৷ সেই প্রতিমায় দেবীর সঙ্গেই রয়েছে তাঁর বাহন রাজহাঁস, রয়েছে বীণা ৷ সবটুকুই এঁটে গিয়েছে ছোট্ট পরিসরে !

চন্দ্রকোনা পৌরসভা এলাকার 3 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা শুভজিৎ প্রামাণিক ৷ ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা তাঁর পছন্দের বিষয় ৷ কাজ করেন মাইক্রো আর্ট নিয়েও ৷ গত চারবছর ধরে এই বিষয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন শুভজিৎ ৷ ইতিমধ্য়েই তাঁর সৃষ্টি জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) ৷ শুভজিৎ ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন ৷ সাম্মানিক স্নাতকের ডিগ্রি হাতে আসার পর সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ৷ তারই ফাঁকে বানিয়ে ফেলেছেন এই খুদে সরস্বতী ৷

আরও পড়ুন:এবছর বসন্ত পঞ্চমীর পুজো করা যাবে দু'দিন

শুভজিৎ জানিয়েছেন, এই প্রতিমা তৈরি করা হয়েছে মূলত খবরের কাগজ দিয়ে ৷ খবরের কাগজকে মাপ মতো কেটে তা পাকিয়ে তৈরি করা হয়েছে সরস্বতীর অবয়ব ৷ তারপর বিভিন্ন রঙের সাহায্যে সেটিকে আরও নিখুঁত করে তোলা হয়েছে ৷ পুরো কাজটি শেষ করতে সময় লেগেছে মাত্র দু'দিন ৷

এর আগে গত বছর একইভাবে দুর্গাপ্রতিমা তৈরি করেছিলেন শুভজিৎ ৷ তিনি জানান, এই ধরনের কাজ করতে ভালো লাগে তাঁর ৷ ভবিষ্যতে মাইক্রো আর্ট নিয়ে আরও চর্চা করার ইচ্ছা রয়েছে তাঁর ৷ তবে, আগামিদিনে শিল্পকলার এই মাধ্যমকেই তিনি পেশা হিসাবে বেছে নেবেন কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি এই যুবক ৷ আপাতত তিনি একটি চাকরির ব্যবস্থা করতে চাইছেন ৷ পাশপাশি চলবে আঁকা, প্রতিমা তৈরির মতো কাজ ৷

ABOUT THE AUTHOR

...view details