চন্দ্রকোণা, 28 নভেম্বর : করোনা সংক্রমণের কারণে টানা প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চলতি মাসের 16 তারিখ থেকেই খুলেছে রাজ্যের স্কুল ৷ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও খুশি ৷ কারণ, অনলাইন ক্লাসের খামতি সরিয়ে ফের ক্লাসে বসে আরও ভাল করে পাঠন-পাঠন করতে পারবে পড়ুয়ারা ৷ আগামীর ভবিষ্যৎ বলে কথা ৷ কিন্তু স্কুল খোলার পর পড়াশোনার পাশাপাশি ক্লাসরুমে আর কী কী ঘটতে পারে তার এক চমকপ্রদ উদাহরণ উঠে এসেছে চন্দ্রকোণার জাড়া হাইস্কুল (Jara High School of Chandrakona) থেকে ৷
সোস্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি (Students of class eleven ) ৷ সেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী (School Girls of Class Eleven Smoking in the Class) ৷ তাদের এই সুখটানে আবার পাশ থেকে উৎসাহ দিচ্ছে কিছু ছাত্রও ৷ সঙ্গে রয়েছে অশ্লীল অঙ্গভঙ্গিও ৷ আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছে অপর একজন। এই ঘটনাটি দু-তিন দিন আগের বলে জানা গিয়েছে।