ঘাটাল, 17 অগস্ট : ভোটের সময় নেতা-মন্ত্রীরা ঘাটালে যান ৷ সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) চালু করার প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু, ভোট মিটে গেলে সেটা প্রতিশ্রুতি থেকে যায় ৷ তার কোনও বাস্তবায়ন হয় না ৷ আর ঠিক এবারেও সেই একই অবস্থা ৷ লাগাতার বৃষ্টিতে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল ৷ এবারেও মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ প্রতিশ্রুতি দিয়ে গেছেন দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবেন ৷ কিন্তু, এই প্রতিশ্রুতির পর্ব দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে বলে অভিযোগ ঘাটালবাসীর ৷
এবারেও কোমর সমান জল ঢুকে গিয়েছে ঘাটাল মহকুমার প্রায় সবক’টি বাড়িতে ৷ গরিব, কাঁচা বাড়ি যাঁদের, তাঁরা ত্রাণ শিবিরে জায়গায় পেয়েছেন ৷ কিন্তু, সেখানে মধ্যবিত্তদের কোনও জায়গা নেই ৷ এমনই অভিযোগ করেছেন ঘাটালের বাসিন্দা পাঞ্চালি দাস নামে এক যুবতী ৷ তাঁর অভিযোগ, বন্যার জল তাঁদের বাড়িতে ঢুকে গিয়েছে ৷ সবার সমস্যা রয়েছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যেদিন পরিদর্শনে এসেছিলেন ৷ সেদিন তাঁদের মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ৷ তাঁরা নিজেদের সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরতে পারেননি ৷