ঘাটাল, 11 ডিসেম্বর : ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে ভ্যাকসিন’-এর পর এবার ‘দুয়ারে ড্রাইভিং লাইসেন্স’ (Duare Driving Licence) । পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচাতে এবার ড্রাইভিং লাইসেন্সের কর্মসূচিতে নামল ঘাটাল মহকুমা প্রশাসন (Ghatal subdivision administration has taken special initiative to reduce accidents) ।
ঘাটাল মহকুমা প্রশাসনের বিশেষ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে ৷ ফলে গাড়ির চালকদের সচেতন করতে ধরপাকড় চালাচ্ছে পুলিশ । পুলিশি অভিযানে উঠে আসছে অনেক গাড়ির চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই । ফলে ঘাটাল মহকুমা প্রশাসন উদ্যোগ নিয়ে এলাকায় এলাকায় গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছে (Latest news of Ghatal) ৷