ঘাটাল, 9 ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ পাশাপাশি, অভিযোগের একই সুর শোনা গিয়েছে প্রকল্পের তালিকায় নাম না-ওঠা হতদরিদ্রদের গলাতেও ৷ বস্তুত, ক্ষোভে ফুঁসছেন আবাস যোজনার যোগ্য অথচ বঞ্চিত আবেদনকারীরা ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ ইতিমধ্য়েই নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে আবাস যোজনার টাকা হাতে পেয়েছে রাজ্য সরকার ৷ দুর্নীতি নিয়ে যাতে আর কোনও অভিযোগ না-ওঠে, তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে নবান্ন ৷ রাজ্য সরকারের শীর্ষ কার্যালয়ের নির্দেশে গ্রামে গ্রামে শুরু হয়েছে সমীক্ষার কাজ ৷ কারা প্রকৃত অর্থেই সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য, তা খতিয়ে দেখতে আশাকর্মীদের পাশাপাশি সমীক্ষা শুরু করেছেন আমলারাও ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal) এই সমীক্ষা করতে দেখা গেল মহকুমাশাসক সুমন বিশ্বাসকে ৷ কিন্তু, তারপরও ক্ষোভের আঁচ নিভছে কই !
গত কয়েকদিন ধরেই ঘাটাল মহকুমার বিডিও অফিসগুলিতে ভিড় জমাচ্ছেন হতদরিদ্ররা ৷ তাঁদের কারওরই বাড়ি, ঘর নেই ৷ অথচ বারবার আবেদন করেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠছে না ! এই মর্মে বহু মানুষ ব্লক কার্যালয়গুলিতে অভিযোগ জানিয়ে যাচ্ছেন ৷ তাঁদের দাবি, তাঁরা ঘর না-পেলেও গ্রামে যাঁদের পাকা বাড়ি, এমনকী চারচাকা গাড়ি পর্যন্ত আছে, তাঁরাও যোজনার টাকা পাচ্ছেন ! এই প্রেক্ষাপটে আবাস যোজনার তালিকা ধরে ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরছেন মহকুমাশাসক ৷ নিজেই তালিকা যাচাই করে দেখছেন তিনি ৷ একইসঙ্গে, দুয়ারে সরকার নিয়ে মানুষের মধ্যে কোনও ক্ষোভ রয়েছে কি না, তারও খোঁজ নিচ্ছেন মহকুমাশাসক ৷ তিনি জানালেন, শুধু তিনি নন, বিডিওরাও একই কাজ করছেন ৷ নিয়মিত খোঁজখবর রাখছেন জেলাশাসকও ৷