পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ghatal: বিসর্জনে ডিজে না বাজানোয় তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতার জামাই, ঘাটালে আহত চার - তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতার জামাই

বিসর্জনে ডিজে বাজানো হয়নি কেন ? এই প্রশ্ন তুলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার জামাইয়ের (Puja Committee members allegedly beaten) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) ঘাটালে ৷ আহত হয়েছেন চারজন ৷

ghatal-puja-committee-members-allegedly-beaten-by-local-trinamool-congress-leader-for-not-playing-dj-in-bijoya-dashami
Ghatal: বিসর্জনে ডিজে না বাজানোয় তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতার জামাই, ঘাটালে আহত চার

By

Published : Oct 6, 2022, 8:20 PM IST

ঘাটাল (পশ্চিম মেদিনীপুর), 6 অক্টোবর : কেন বিজয়া দশমীতে (Durga Puja 2022) বাজানো হবে না ডিজে মাইক ? এই প্রশ্ন তুলে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, তাঁর মারে মাথা ফেটেছে পুজো কমিটির সদস্যদের । এই ঘটনায় আহত হয়েছেন চারজন ৷ তাঁদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কজনক ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) ঘাটালের মনসুকা এলাকায় । মনসুকা ঘড়োইঘাট ব্যাবসায়ী পুজো কমিটির অভিযোগ, দশমীর রাতে ঠাকুর বিসর্জন করার সময় হঠাৎ মনসুকা গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি সাতিকের স্বামী প্রসেনজিৎ সাতিক মত্ত অবস্থায় বাঁশ হাতে নিয়ে তাণ্ডব চালান (Puja Committee members allegedly beaten) ৷ ডিজে মাইক না বাজানোয় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুজো কমিটির দুই সদস্যের । বাধা দিতে গেলে আরও দুই জন আহত হন । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনজন । রাতেই ওই তিনজনকে ঘাটাল সুপার স্পেসালিটি হসপিটালে ভর্তি করা হয়৷ ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ ।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে মনসুকা ঘোড়ই ঘাটাল ব্যাবসায়ী সমিতির সদস্যরা সমস্ত দোকান বন্ধ করে রাখেন ৷ প্রতিবাদে পথেও নামেন তাঁরা ৷ তাঁদের দাবি, অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে হবে । অভিযোগ, পঞ্চায়েত প্রধান রাত্রি সাতেক আবার এলাকার দাপুটে তৃণমূল (Trinamool Congress) নেতা কিঙ্কর পণ্ডিতের মেয়ে ৷ তৃণমূল নেতার জামাই হওয়ার সুবাদে এলাকায় প্রসেনজিৎ দাদাগিরি করার চেষ্টা করে ৷

বিসর্জনে ডিজে না বাজানোয় তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতার জামাই, ঘাটালে আহত চার

ব্যবসায়ী সমিতির তরফ থেকে ঘাটাল থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত প্রসেনজিৎ বা তাঁর স্ত্রী রাত্রি ৷

তবে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, "আইন আইনের পথে চলবে ৷ এক্ষেত্রে দল তার কোনও দায় নেবে না ।’’ পাশাপাশি তিনি ব্যবসায়ী সমিতিকে দোকানপাট খুলে রাখার জন্য আবেদন জানিয়েছেন । প্রয়োজনে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :পুজো মণ্ডপে বাইকবাহিনীর হানা, কমিটির সম্পাদকের উপর চড়াও দুষ্কৃতীরা

ABOUT THE AUTHOR

...view details