ঘাটাল, 17 সেপ্টেম্বর : দু’মাসের মাথায় ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল । গতবার 10-15 দিন জলমগ্ন থাকার পর ফের নতুন করে বৃষ্টি হওয়ায় প্লাবিত হয়েছে ওই এলাকা । রাস্তা পারাপারে নামাতে হয়েছে নৌকা । মূলত, শিলাবতী ও ঝুমী নদীতে জল বেড়ে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷
জলমগ্ন ঘাটাল ব্লক ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা ৷ জলবন্দি ঘাটাল মহকুমার চন্দ্রকোণা ও দাসপুরও ৷ ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছ’টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত ৷ সেগুলি হল, অজবনগর-1, অজবনগর-2, দেওয়ানচক-1, দেওয়ানচক-2, মনসুকা1, মনসুকা-2 ।
আরও পড়ুন :Tornedo : প্রবল বৃষ্টির মধ্যে টর্নেডো কেশিয়াড়িতে
এছাড়াও ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের 10টি প্লাবিত হয়েছে ৷ জলে ডুবে পৌরসভার আড়গড়া থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাজ্য সড়কের চাতাল । এর সঙ্গে ঘাটাল মহকুমার দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এবং চন্দ্রকোণা-1 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের 4টি জলমগ্ন ৷ চন্দ্রকোণা-2 ব্লকের ভগবন্তপুর-1 গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুরে শিলাবতী নদীর পাড়ে যাতায়াতের একমাত্র গ্রামীণ পিচ রাস্তার একাংশ ধসে গিয়েছে ৷ ফলে স্থানীয় মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে ৷
এই পরিস্থিতির জেরে ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দাদের যাতায়াতে ফের ভরসা সেই ডিঙি বা নৌকা । যদিও ঘাটাল পৌরসভার তরফে আড়গড়া চাতাল ডুবে যাওয়ায় সেখানে কয়েকটি সরকারি নৌকা নামানো হয়েছে । ঘাটালের মনসুকায় ঝুমী নদীর জলস্তর বেড়ে গিয়ে যাতায়াতে সমস্যায় পড়েছেন মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ৷