পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ghatal flood : শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল, জলমগ্ন মহকুমা শাসকের দফতরও - শিলাবতীর জল ঢুকে প্লাবিত ঘাটাল

মহকুমা শাসকের দফতরের বাউন্ডারি ওয়াল ভেঙে শিলাবতী নদীর জল ঢুকল ঘাটাল শহরে ৷ যার জেরে সাময়িকভাবে ঘাটাল মহকুমা শাসকের দফতর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এমনকি ঘাটাল উপ-সংশোধনাগারের 61 জন বন্দিকেও মেদিনীপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ghatal-is-flooded-by-shilabati-rivers-water
শিলাবতীর জল ঢুকে প্লাবিত ঘাটাল, জল ঢুকল মহকুমা শাসকের দফতরেও

By

Published : Aug 1, 2021, 7:13 PM IST

ঘাটাল (পশ্চিম মেদিনীপুর) 1 অগস্ট : শিলাবতী নদীর পাড়ে ঘাটাল মহকুমা শাসকের দফতর ৷ সেই শিলাবতী নদীর জলের চাপে ভেঙে গেল মহকুমা শাসকের দফতরের বাউন্ডারি ওয়াল ৷ আর তাতেই জলমগ্ন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ৷ মহকুমা শাসকের দফতর ছাড়াও ঘাটাল উপ-সংশোধনাগার, বিদ্যাসাগর উচ্চবিদ্যালয় সহ পুরো ঘাটাল শহরে শিলাবতী নদীর জল ঢুকেছে ৷ ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ঘাটাল জুড়ে ৷

গত দু’দিনের অতিবৃষ্টিতে এবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ এই পরিস্থিতি বিভিন্ন বাঁধের জল ছাড়া শুরু হয়েছে ৷ যার জেরে জল না বাড়লেও অতিবৃষ্টির কারণে শিলাবতী নদীতে যে জল জমেছিল, তাই রয়ে গিয়েছে ৷ যার ফলে এবার পাঁচিল ভাঙল শিলাবতী নদীর পাড়ে অবস্থিত ঘাটাল মহকুমা শাসকের দফতরের ৷ যার জেরে প্লাবিত হল মহকুমা শাসকের দফতর সহ গোটা ঘাটাল শহর ৷ ঘাটাল উপ-সংশোধনাগার পুরোপুরি জলে ডুবে গিয়েছে ৷ সংশোধনাগারে থাকা 61 জন বন্দিকে নিরাপদে সরাতে জেলা প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে জেল কর্তৃপক্ষ ৷ সেইমতো বন্দিদের মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছে ৷

আরও পড়ুন : জলের তোড়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয়

অন্যদিকে, মহকুমা শাসকের দফতরও আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে ৷ দফতরের সব জরুরি ফাইল আসবাবপত্র সহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ অন্যদিকে, বিপদে পড়েছেন ঘাটালের বাসিন্দারাও ৷ জমা জলে নাজেহাল অবস্থা তাঁদের ৷ সব বাড়িতেই জল ঢুকে গিয়েছে ৷ নদীর জল ঢুকে যাওয়ায় বন্ধ দোকান-বাজারও ৷ ফলে প্রয়োজনীয় সামগ্রীও ঠিক মতো পাচ্ছেন না ঘাটালের বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details