ঘাটাল (পশ্চিম মেদিনীপুর) 1 অগস্ট : শিলাবতী নদীর পাড়ে ঘাটাল মহকুমা শাসকের দফতর ৷ সেই শিলাবতী নদীর জলের চাপে ভেঙে গেল মহকুমা শাসকের দফতরের বাউন্ডারি ওয়াল ৷ আর তাতেই জলমগ্ন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ৷ মহকুমা শাসকের দফতর ছাড়াও ঘাটাল উপ-সংশোধনাগার, বিদ্যাসাগর উচ্চবিদ্যালয় সহ পুরো ঘাটাল শহরে শিলাবতী নদীর জল ঢুকেছে ৷ ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ঘাটাল জুড়ে ৷
গত দু’দিনের অতিবৃষ্টিতে এবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ এই পরিস্থিতি বিভিন্ন বাঁধের জল ছাড়া শুরু হয়েছে ৷ যার জেরে জল না বাড়লেও অতিবৃষ্টির কারণে শিলাবতী নদীতে যে জল জমেছিল, তাই রয়ে গিয়েছে ৷ যার ফলে এবার পাঁচিল ভাঙল শিলাবতী নদীর পাড়ে অবস্থিত ঘাটাল মহকুমা শাসকের দফতরের ৷ যার জেরে প্লাবিত হল মহকুমা শাসকের দফতর সহ গোটা ঘাটাল শহর ৷ ঘাটাল উপ-সংশোধনাগার পুরোপুরি জলে ডুবে গিয়েছে ৷ সংশোধনাগারে থাকা 61 জন বন্দিকে নিরাপদে সরাতে জেলা প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে জেল কর্তৃপক্ষ ৷ সেইমতো বন্দিদের মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তর করা হয়েছে ৷