ঘাটাল, 8 অগস্ট : টানা 8 দিন ধরে বন্যা পরিস্থিতি (Flood Situation)-র মধ্যে রয়েছে ঘাটালের মানুষজন ৷ বেশ কিছু এলাকায় ইতিমধ্যে জল নামতে শুরু করে দিয়েছে ৷ তবে, নতুন করে আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টির জেরে ফের চিন্তার ভাঁজ কপালে ৷ ফের একবার জল বাড়ার আশঙ্কা করছে ঘাটাল (Ghatal)-এর সাধারণ মানুষজন ৷ যদিও পরিস্থিতি সামলানোর জন্য এবার আগে থেকেই এগিয়ে এসেছেন প্রশাসনিক আধিকারিক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷
ধীর গতিতে হলেও আটদিন পর অল্প অল্প করে জল নামতে শুরু করেছে বন্যা প্লাবিত ঘাটালে ৷ কিন্তু, সেই স্বস্তির মাঝেই ফের একবার দুশ্চিন্তার কালো মেঘ ঘনাতে শুরু করেছে ৷ আর এর পিছনে অন্যতম কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ শনিবার রাত থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি ৷ ফলে ফের একবার জল বাড়ার আশঙ্কা করছেন ঘাটালের মানুষ ৷ কারণ একনাগাড়ে বৃষ্টি হওয়ায় বেশকিছু অঞ্চলে ফের জল বেড়েছে ৷ যদিও শিলাবতী নদী (Shilabati river)-র জল আগের থেকে অনেকটাই নেমেছে ৷ ফলে ঘাটাল শহরের তুলনামূলক উঁচু এলাকাগুলিতে জল অনেকটাই নেমে গিয়েছে ৷
তবে, ঘাটাল ব্লক ও পৌরসভার অধিকাংশ এলাকাই জলের নিচে ৷ যতদিন যাচ্ছে জলবন্দি অবস্থায় বাসিন্দাদের দুর্ভোগ ক্রমশ বেড়ে চলেছে ৷ ঘাটাল পৌরসভার 2নং ওয়ার্ডের আড়গড়া রাজ্য সড়কের উপরে এখনও নৌকা চলতে দেখা যাচ্ছে ৷ ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে ৷ যার মধ্যে 10টি পঞ্চায়েত এলাকা সম্পূর্ণভাবে জলের তলায় ৷ অন্যদিকে, ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে গত কয়েকদিন বৃষ্টি কিছুটা কমায় জল ধীরে ধীরে নামতে শুরু করেছিল ৷ কিন্তু, গতকাল রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে ৷ একটানা বেশ কয়েকঘণ্টা বৃষ্টি হওয়ায় জলস্তর আবারও বেড়েছে ৷
Ghatal Flood : ফের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে ঘাটালে আরও পড়ুন : ghatal master plan : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের
প্রসঙ্গত, ঘাটালের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে লাগাতার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করে যাচ্ছে দীপক অধিকারী তথা অভিনেতা দেব ৷ তাঁর অভিযোগ, 2014 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে লাগাতার কেন্দ্রের কাছে ঘাটাল মাস্টার প্ল্য়ানের অনুমোদন চেয়ে আসছেন তিনি ৷ কিন্তু, কেন্দ্রের বিজেপি সরকার এ নিয়ে কোনও উচ্চবাচ্চ করছে না ৷ পাল্টা এর জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছে বিজেপি ৷ এই দুইয়ের টানাপোড়েনে নাকাল হচ্ছেন ঘাটালের লক্ষ লক্ষ মানুষ ৷ প্রসঙ্গত, আগামী 10 অগস্ট মুখ্য়মন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান এলাকায়ে পরিদর্শনে যাবেন ৷