পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA Slams TMC Leader: তৃণমূল নেতাকে ডাকাত বলে কটাক্ষ ঘাটালের বিজেপি বিধায়কের - পশ্চিম মেদিনীপুরে তৃণমূল বিজেপি বিবাদ

পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতিকে সোমবার ডাকাত বলে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । ওই তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলেও তাঁর দাবি ৷

Etv Bharat
শীতল কপাট ও অজিত মাইতি

By

Published : Apr 10, 2023, 4:05 PM IST

Updated : Apr 10, 2023, 4:14 PM IST

শীতল কপাট ও অজিত মাইতির বাকযুদ্ধ

ঘাটাল, 10 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । সোমবার তিনি বলেন,"তৃণমূলের অন্যতম রেজিস্টার্ড ডাকাত অজিত মাইতি ৷ উনি বিভিন্ন কয়লা-বালি-পাথর খাদানের সঙ্গে যুক্ত আছেন । উনি বারেবারে চেষ্টা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করার জন্য। কারণ উনি জানেন যে কোনও মুহূর্তে ওকে জেলে যেতে হতে পারে ৷ তাই উনি যোগাযোগের চেষ্টা করেন ৷ কিন্তু এখন যোগাযোগের রাস্তা খুঁজে পাচ্ছেন না বলেই ইদানিং উলটো পালটা মন্তব্য করছেন ।"

কিন্তু তৃণমূল নেতা সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শীতল কপাট ? ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে ৷ 3 এপ্রিল চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুল মাঠে কৃষক সমাবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সভার অনুমতি পাওয়াকে ঘিরে টানাপোড়েন চলে । শেষমেশ হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয় বিরোধী দলনেতাকে । সেই সভার পালটা গত 7 এপ্রিল ওই একই মাঠে জনসভা করে বিরোধী দলনেতার বক্তব্যের পালটা জবাব দেয় জেলা তৃণমূল নেতৃত্ব । সেদিন শাসকদলের ওই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ ৷ সেই জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি ঘাটালে দলের নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিতে গিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট, খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন ৷

একইসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের জয় নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি ৷ বলেন,"কোনওক্রমে এক হাজার ভোটে শীতল কপাট জিতে গিয়েছেন আর বিরোধী দলনেতা তাঁকে বড় করে দেখানোর চেষ্টা করছেন ৷ যেমনটা হিরণের ক্ষেত্রে করেছে । লোকসভা ভোটে বিরোধী দলনেতার সেই দেখানোটা বন্ধ করে দেব । যখন যাঁকে নেওয়ার আমরা ঠিক নিয়ে নেব, সে হিরণ হোক বা শীতল কপাট ৷ তবে এখন দলে এতো বেশি বিধায়ক নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই ।" অজিত মাইতির ওই মন্তব্যেরই পালটা এদিন দিলেন বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন: 'আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে আত্মাহুতি দেব !' সজলকে জবাব ফিরহাদের

Last Updated : Apr 10, 2023, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details