পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cruel birthday celebration: মাথায় ডিম ফাটিয়ে হাত বেঁধে মুখে কালি, নৃশংস জন্মদিন পালন কিশোরের - নৃশংস জন্মদিন পালন

মাথায় ডিম ফাটিয়ে, হাত বেঁধে, মুখে কালি মাখিয়ে (spraying black ink on face), গোটা শহর ঘোরানো হল কিশোরকে ৷ এটাই নাকি জন্মদিন পালন (Cruel birthday celebration) ৷

friends-celebrate-boys-birthday-by-spraying-black-ink-on-face-make-him-parade-with-tied-hands
মাথায় ডিম ফাটিয়ে হাত বেঁধে মুখে কালি, নৃশংস জন্মদিন পালন কিশোরের

By

Published : Mar 31, 2022, 11:34 AM IST

Updated : Mar 31, 2022, 2:16 PM IST

মেদিনীপুর, 30 মার্চ: 15 বছরের এক কিশোর ৷ তার সারা মুখে-গায়ে কালি ৷ হাত দুটো পেছনে বাঁধা ৷ সে ভাবেই তাকে ঘোরানো হচ্ছে এ পাড়া-ও পাড়া ৷ চুরি করার দায়ে অমানবিক শাস্তি দিয়ে এমনটা অনেককে করতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে ৷ তবে এই ক্ষেত্রটা আলাদা ৷ ছেলেটির আসলে জন্মদিন ৷ আর তাকে নিয়ে যা করা হচ্ছে তা হল তার জন্মদিন পালনে বন্ধুদের উচ্ছ্বাস ৷ মাথায় ডিম ফাটিয়ে, মুখে কালি মাখিয়ে, হাত বেঁধে রাস্তায় ঘোরানো ৷ এই দৃশ্য দেখে উঠেছে নিন্দার ঝড় (Cruel birthday celebration)৷

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore news) জঙ্গলমহল এলাকায় এ এক অবাক জন্মদিন ৷ এই জন্মদিন আনন্দ নয়, নৃশংসতার সাক্ষ্য নিয়ে হাজির ৷ পিছমোড়া করে বাঁধা হয়েছে কিশোরের দুটো হাত । কাঁধ থেকে কোমর পর্যন্ত জড়ানো হয়েছে সেলোটেপ । মুখে মাখানো কালি । আর ওভাবেই তাকে ঘোরানো হচ্ছে গোটা এলাকায় ।

এলাকার অনেকেই প্রশ্ন করছেন, ছেলেটি চুরি করেছে নাকি ? উত্তর ভেসে আসে, "না, আজ ওর জন্মদিন । আমরা জন্মদিন পালনে বেরিয়েছি ।" এ রকম নৃশংস উপায়ে জন্মদিন পালন দেখে তাজ্জব এলাকার বাসিন্দারা ।

মাথায় ডিম ফাটিয়ে হাত বেঁধে মুখে কালি, নৃশংস জন্মদিন পালন কিশোরের

আরও পড়ুন:West Bengal Weather Update : 'লু' বইবে পশ্চিমাংশের জেলাগুলিতে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শনিবার 15তম জন্মদিন ছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির ছাত্র অর্পণ বন্দ্যোপাধ্যায় । ওই ছাত্রের বাড়ি শহরেরই বরিশাল কলোনি এলাকায় । শনিবার জন্মদিনের ‘সারপ্রাইজ’ দেবে বলে প্রায় 10-12 জন বন্ধু মিলে তাকে ফোন করে কোতবাজার এলাকায় ডাকে । ওই ছেলেটি সেখানে গেলে বন্ধুরা সবাই মিলে প্রথমে জোর করে তার জামা খোলায় । হাতদুটি পিছমোড়া অবস্থায় কাঁধ থেকে কোমর পর্যন্ত সেলোটেপ জড়ানো হয়। তারপর বন্ধুরা সবাই মিলে ওই ছাত্রটির মাথায় ডিম ফাটিয়ে ও মুখে কালি মাখিয়ে তাকে রাস্তায় বের করে । ওই অবস্থাতেই তাকে নিয়ে ঘোরানো হয় গোটা কোতবাজার এলাকা ।

বন্ধুদের জন্মদিন পালনের নমুনা দেখে কার্যত ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা ছাত্রটির । কাঁদোকাঁদো গলায় সে জানায়, "এটা জন্মদিন নয়, আমার মৃত্যুদিন পালন করা হচ্ছে ।" এ ভাবে কেন জন্মদিন পালন ? বন্ধুদের দাবি, "এটাই এখন ট্রেন্ড, সর্বত্র এটাই চলছে ।" তবে তারা কোথা থেকে শিখল এই ট্রেন্ড ? তাদের উত্তর, কলেজ মাঠে সিনিয়ররা এভাবেই নিজেদের বন্ধুদের জন্মদিন পালন করে । তাছাড়া ফেসবুক তো আছেই । বন্ধুদের দু’একজন আবার ভিডিয়ো করে গোটা ঘটনাটির । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়াই নাকি তাদের মূল উদ্দেশ্য !

মজাই যেন সাজা

বন্ধুদের প্রত্যেকের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে । অধিকাংশই মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ ও কলিজিয়েট স্কুলের পড়ুয়া । এ ভাবে জন্মদিন পালন ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে । মনোরোগ বিশেষজ্ঞদের দাবি, সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিয়ো ভাইরাল করে দিয়ে প্রচারের আলোয় আসার নেশা চেপে বসেছে অল্পবয়সিদের মধ্যে । তাই ভাইরাল হওয়ার লক্ষ্যে জন্মদিন পালনেও অভিনবত্ব নিয়ে আসছে তারা ।

ঘটনার প্রত্যক্ষদর্শী শান্তনু চক্রবর্তী বলেন, "প্রথমে ভেবেছিলাম ওই ছেলেটিকে শাস্তি দেওয়া হচ্ছে । কিন্তু পরে দেখলাম জন্মদিন পালন হচ্ছে । এইভাবে জন্মদিন পালন জীবনে প্রথম দেখলাম । নিন্দা জানানোর কোনও ভাষা নেই ।" তবে বিষয়টিকে আবার গুরুত্ব দিয়ে দেখছেন না অনেকেই । তাঁদের দাবি, "ওরা নিজেদের মধ্যে মজা করে জন্মদিন পালন করছে, করতেই পারে।"

আরও পড়ুন:Suvendu on Narendranath : দাউদের সমান অপরাধী, 12 এপ্রিল পর্যন্ত জেলে রাখতে হত ; নরেন্দ্রনাথ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

যদি ও এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ দেবজিৎ মিশ্র বলেন, "বন্ধুরা মজা করতে করতে সমস্ত সীমা ছাড়িয়ে ফেলছে । মজা যে কখন সাজা হয়ে গিয়েছে, তা বন্ধুরা বুঝতে পারেনি । তবে ছেলেটি যদি বিষয়টিকে মজা হিসাবে নিতে পারে, তাহলে ঠিক আছে । যদি সে এই ঘটনায় ভেঙে পড়ে, তাহলে সে মানসিক অসুস্থতার দিকে চলে যেতে পারে ।" একইসঙ্গে তাঁর দাবি, ছেলেমেয়েরা কাদের সঙ্গে মিশছে সে ব্যাপারে অভিভাবকদের নজর দেওয়া উচিত । বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরূপ ভুইয়াঁ বলেছেন, "যদি বিষয়টি ঘটে থাকে তাহলে নিন্দনীয় । আমি এ বিষয়ে খোঁজ নিয়ে জানাচ্ছি ।"

Last Updated : Mar 31, 2022, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details