পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুর শহরে বিনামূল্যে অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু - করোনা

বিনামূল্যে আইসিইউয়ের সুবিধাযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ বৃহস্পতিবার থেকে এই পরিষেবা চালু হল মেদিনীপুর শহরে ৷ সৌজন্যে শহরেরই একটি সংগঠন ৷ দরিদ্র মানুষের স্বার্থেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ওই সংগঠনের সদস্যরা ৷

wb_wmid_01_mid_free_ambulance_vis_7204519
মেদিনীপুর শহরে চালু বিনামূল্যে অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স পরিষেবা

By

Published : Apr 22, 2021, 3:38 PM IST

মেদিনীপুর, 22 এপ্রিল :মেদিনীপুর শহরে চালু হল বিনামূল্যে আইসিইউয়ের সুবিধাযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করল স্থানীয় একটি সংগঠন ৷ তাদের আশা, এর ফলে সবথেকে বেশি উপকৃত হবেন দরিদ্ররা ৷

বৃহস্পতিবার অত্যাধুনিক এই অ্য়াম্বুল্যান্সটির উদ্বোধন করা হয় ৷ এর জন্য খরচ হয়েছে প্রায় 6 লাখ টাকা ৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, মেদিনীপুর শহরের মানুষ নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করে এই অ্য়াম্বুল্যান্স বুক করতে পারবেন ৷ শহরের একটি সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতাও ৷

আরও পড়ুন :সংক্রমণ ঊর্ধ্বমুখী, প্ল্যাকার্ড হাতে পুলিশের করোনা সচেতনতার বার্তা

সংশ্লিষ্ট সংগঠনের সদস্য রতন আগরওয়াল জানান, শহরের গরিব ও দুঃস্থ মানুষ মোবাইলেই অ্য়াম্বুল্যান্স বুক করতে পারবেন ৷ সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে ৷ অত্য়াধুনিক এই অ্যাম্বুল্যান্সে আইসিইউ-এর সমস্ত পরিষেবা মিলবে ৷ শীতাতপ নিয়ন্ত্রিত এই অ্য়াম্বুল্যান্সেই রোগীকে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details