পিংলা, 2 অগাস্ট : রাজ্য সরকার কোরোনার স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এবং তাতে নিয়োগের জন্য আবেদন করেছিল ৷ এই নিয়োগের নামে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে গতকাল মেদিনীপুর আদালতে তোলা হয় ৷ এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত চালাচ্ছে জেলা পুলিশের আধিকারিকরা ৷
কোরোনা স্বেচ্ছাসেবক পদে জালিয়াতি ! পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুরে - পশ্চিম মেদিনীপুরের খবর
জানা গেছে, মেদিনীপুরে পিংলার মালিগ্রামে হিউম্যান রাইটস কাউন্সিলস অব ইণ্ডিয়া নামে এক ভুয়ো সংস্থা খোলে এক ব্যক্তি ৷ অভিযোগ, VOLUNTEER FOR COVID-19 পদে নিয়োগের নামে বেশ কয়েকদিন ধরেই প্রতারণা করছিল এই ব্যক্তি ।
জানা গেছে, গত শুক্রবার রাতে পিংলার মালিগ্রাম এলাকা থেকে অমল প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ গোপন সূত্রে জানা গেছে, পিংলার মালিগ্রামে হিউম্যান রাইটস কাউন্সিলস অব ইণ্ডিয়া নামে এক ভুঁয়ো সংস্থা খুলে মোটা টাকার বিনিময়ে VOLUNTEER FOR COVID-19 পদে নিয়োগের নামে বেশ কয়েকদিন ধরেই প্রতারণা করছিল ওই ব্যাক্তি । খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশ । শুক্রবার রাতে পুলিশের পাঠানো এক চাকরি প্রার্থীর হাতে জবের অফার লেটার তুলে দেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করে পিংলা থানার পুলিশ । ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ । তদন্তের স্বার্থে প্রতারিত ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনছে না জেলা পুলিশ । গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলার পুলিশ আধিকারিকরা ।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুরুলিয়ার রঘুনাথপুর থেকে একই অভিযোগে স্বপন ধীবর ও অভিষেক রায় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রঘুনাথপুর থানার পুলিশ । ধৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধেও "হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া" নামে এই ভুয়ো সংস্থায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল । দুই জেলায় একই ধরনের প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসায় এদের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । এই দিন ধৃত ব্যক্তিকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে তাকে দু-দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷