কেশপুর, 3 অগস্ট:রাজনৈতিক সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুর ৷ বৃহস্পতিবার সকালে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কেশপুরের চরকা এলাকা । তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম 4 তৃণমূল কর্মী ৷ অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম । পালটা শাসকদলের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের অভিযোগ স্থানীয় সিপিএম নেতার ৷
রাজনৈতিক হিংসার ঘটনায় বরাবরই শিরোনামে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকা ৷ বৃহস্পতিবারের সিপিএম- তৃণমূল সংঘর্ষ চোখে আঙুল দিয়ে আবারও সেটাই দেখিয়ে দিল ৷ এদিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী ৷ অভিযোগ, সেই সময়েই হঠাৎ তাদের উপর আচমকা চড়াও হয় স্থানীয় সিপিএম আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ অভিযোগ, বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করে তাদের ৷ ঘটনায় গুরুতর জখম 4 তৃণমূল কর্মী মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ আহতদের মধ্যে একজন মাথায় গুরুতর চোট পেয়েছেন ৷
আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ