খড়গপুর, 28 এপ্রিল: ট্রাফিক নিরাপত্তাকে ঢেলে সাজাতে একযোগে উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ ও খড়গপুর আইআইটি । দুর্ঘটনা এড়াতে এবং শহরের নিরাপত্তা নিয়ে বিশেষ ট্রেনিং শুরু হয়েছে কলকাতার বুকে ৷ শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয়েছে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে ৷ উদ্বোধন করেছেন আইআইটির প্রফেসর ভিকে তিওয়ারি-সহ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বেড়ে চলা দুর্ঘটনার প্রবণতা এড়াতে, রেষারেষি এড়াতে ও জনসাধারণকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সজাগ করতে কলকাতা ট্রাফিক পুলিশ এবং পরিবহণ বিভাগের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রোড সেফটি ট্রেনিং। এই কর্মশালা হবে মোট চারদফা ট্রেনিংয়ের মাধ্যমে ৷ কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক ভিকে তিওয়ারির হাত ধরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার হরি কিশোর কুসুমাকর, কলকাতা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। খড়গপুর আইআইটি ফ্যাকালটি সদস্য অধ্যাপক ভার্গব মৈত্র, ডক্টর অর্কপাল গোস্বামী, ডক্টর স্বাতী মৈত্র এবং ডাঃ মধুমিতা পাল কলকাতা পুলিশের প্রায় 200 আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছেন।
এই বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ভার্গব মৈত্র বলেন, "আইআইটি খড়গপুর রাস্তায় দুর্ঘটনা হ্রাস করতে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে ৷ কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকদের ভূমিকা ও দায়িত্বের কথা মাথায় রেখেই কলকাতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ৷ খড়গপুর আইআইটি রাজ্যের রাস্তার নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে গাড়ির গতি ব্যবস্থাপনা, জরুরি প্রতিক্রিয়া, প্রয়োগ, যানজট নিয়ন্ত্রণের নতুন নতুন কৌশল, আধুনিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। আইআইটি দ্বারা এই শহরের গতি ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ তৈরি করা হয়েছে ।