পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IIT Traffic Traning: ট্রাফিক নিরাপত্তা বাড়াতে আইআইটি'র সঙ্গে ট্রেনিং কলকাতা পুলিশের - improve traffic safety

রাস্তায় দুর্ঘটনা এড়াতে ও শহরের ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছিল শুক্রবার ৷ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আইআইটি-র প্রফেসর ভিকে তিওয়ারি-সহ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

IIT Traffic Traning
চারদিনের বিশেষ ট্রেনিং কলকাতা পুলিশের

By

Published : Apr 28, 2023, 10:22 PM IST

খড়গপুর, 28 এপ্রিল: ট্রাফিক নিরাপত্তাকে ঢেলে সাজাতে একযোগে উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ ও খড়গপুর আইআইটি । দুর্ঘটনা এড়াতে এবং শহরের নিরাপত্তা নিয়ে বিশেষ ট্রেনিং শুরু হয়েছে কলকাতার বুকে ৷ শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয়েছে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে ৷ উদ্বোধন করেছেন আইআইটির প্রফেসর ভিকে তিওয়ারি-সহ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

বেড়ে চলা দুর্ঘটনার প্রবণতা এড়াতে, রেষারেষি এড়াতে ও জনসাধারণকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সজাগ করতে কলকাতা ট্রাফিক পুলিশ এবং পরিবহণ বিভাগের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রোড সেফটি ট্রেনিং। এই কর্মশালা হবে মোট চারদফা ট্রেনিংয়ের মাধ্যমে ৷ কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক ভিকে তিওয়ারির হাত ধরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার হরি কিশোর কুসুমাকর, কলকাতা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। খড়গপুর আইআইটি ফ্যাকালটি সদস্য অধ্যাপক ভার্গব মৈত্র, ডক্টর অর্কপাল গোস্বামী, ডক্টর স্বাতী মৈত্র এবং ডাঃ মধুমিতা পাল কলকাতা পুলিশের প্রায় 200 আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছেন।

এই বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ভার্গব মৈত্র বলেন, "আইআইটি খড়গপুর রাস্তায় দুর্ঘটনা হ্রাস করতে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে ৷ কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকদের ভূমিকা ও দায়িত্বের কথা মাথায় রেখেই কলকাতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ৷ খড়গপুর আইআইটি রাজ্যের রাস্তার নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে গাড়ির গতি ব্যবস্থাপনা, জরুরি প্রতিক্রিয়া, প্রয়োগ, যানজট নিয়ন্ত্রণের নতুন নতুন কৌশল, আধুনিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। আইআইটি দ্বারা এই শহরের গতি ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ তৈরি করা হয়েছে ।

আইআইটি-র গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ ইতিমধ্যেই নীতিগতভাবে পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে। খড়পুর আইআইটি পরিবহন বিভাগ, পুলিশ বিভাগ, সড়ক উন্নয়ন বিভাগ, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে একত্রিত হয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর জন্য রোডম্যাপ তৈরি করার কাজও হয়েছে।"

আরও পড়ুন: স্ত্রী-সন্তানদের ফিরে পাওয়ার কাতর আর্জি বন্দুকবাজের, জোড়া লাগছে 3 বছর আগের ভাঙা সংসার

আইআইটি খড়গপুর ডিরেক্টর প্রফেসর ভিকে তিওয়ারি বলেন, "এই ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ হওয়ার ফলে শহরের গাড়িগুলির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা এড়ানো ইত্যাদি সমস্যাগুলি মোকাবিলায় সহায়ক হবে ৷ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি শহরের চারপাশের ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করে গতি ব্যবস্থাপনা এবং জরুরি বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখা হবে। শহরের রাস্তায় নিরাপত্তার সমস্যাগুলিকে সমাধান করতে কলকাতা পুলিশকে সাহায্য করবে এই কর্মশালা।"

ABOUT THE AUTHOR

...view details