গড়বেতা, 28 জানুয়ারি : বয়স আট থেকে বড়জোর দশ বছর ৷ দড়ি দিয়ে হাত এবং পা একসঙ্গে বাঁধা ৷ পায়ের মাঝে লাঠি ঢোকানো ৷ এভাবে চার নাবালককে মাটির উপর ফেলে চলছে বেদম প্রহার ৷ মারের চোটে নেতিয়ে পড়েছে বাচ্চাগুলো ৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এমনই বর্বরতার ছবি উঠে এল ৷
ঘটনাটি গড়বেতা 1 নম্বর ব্লকের জবা এলাকার । আজ বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটে । রবিয়াল খান নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি দাবি করে, চারজন বাচ্চা মিলে তার গাড়ির যন্ত্রাংশ চুরি করেছে ৷ এরপর চারজনকে 'সবক শেখাতে' হাতে-পায়ে দড়ি বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে ওই ব্যক্তি ৷ এমন ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাচ্চাদের অভিভাবকরা ৷ এরপর অভিযুক্ত ব্যক্তি রবিয়াল খানের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ করেন তাঁরা ৷ চারজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷