মেদিনীপুর, 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার পথে নামল বনবিভাগের কর্মীরা l মেদিনীপুরে জঙ্গলমহল এলাকার তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের হাতে চাল, ডাল, আলু, সাবান তুলে দেয় তারা । কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে তাদের সতর্কবার্তা দেওয়া হয় । সঙ্গে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয় সকলকে । যা বাংলার ভাষা পাশাপাশি অলচিকি লিপিতেও লিখে দেওয়া হয় ।
লকডাউনে সাহায্যের হাত বনবিভাগের কর্মীদের - Lock down
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে তপশিলি জাতি ও উপজাতিদের সাহায্য়ে এবার এগিয়ে এলেন বনবিভাগের কর্মীরা । চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করলেন সকলকে ।
পিড়াকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মহান্ত, নয়াবসত রেঞ্জের অফিসার সমীর বোস, মেদিনীপুর রেঞ্জের জুইঁ অধিকারীর সহযোগিতায় আজ খাদ্য সামগ্রী দান করা হয় । প্রথম পর্যায়ে 1000 পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে l প্রতিটি প্যাকেটে থাকছে 5 কিলো চাল, 2 কিলো আলু, 500 গ্রাম মুসুর ডাল ও দু'প্যাকেট সয়াবিন, দু'প্যাকেট করে বিস্কুট ও একটি করে সাবান । সঙ্গে লকডাউনে প্রত্যেককে বাড়িতে থাকার আবেদন জানানো হয় l বনবিভাগের আধিকারিকরা সকলে এই সময়ে শিকার না করার আবেদন জানান ও শিকার উৎসব বন্ধ করার পরামর্শ দেন ।
আজকের বিতরণে উপস্থিত ছিলেন পিড়াকাটা রেঞ্জ অফিসার পাপন মহান্ত, মৌপাল বিট অফিসার প্রণবকুমার দাস, রঞ্জা বিট অফিসার বিমল সোরেন l সকলের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, আগামীদিনে এরা সমস্যায় পড়লে ফের সাহায্য করা হবে । তাছাড়া এই খাবার দিয়ে তো আর বেশিদিন চলবে না, তাই লকডাউন যতদিন চলবে এমনভাবে খাদ্য সামগ্রী দেওয়া হবে ।