পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে সাহায্যের হাত বনবিভাগের কর্মীদের - Lock down

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে তপশিলি জাতি ও উপজাতিদের সাহায্য়ে এবার এগিয়ে এলেন বনবিভাগের কর্মীরা । চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করলেন সকলকে ।

Midnapur
মেদিনীপুর

By

Published : Apr 3, 2020, 3:14 PM IST

মেদিনীপুর, 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার পথে নামল বনবিভাগের কর্মীরা l মেদিনীপুরে জঙ্গলমহল এলাকার তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের হাতে চাল, ডাল, আলু, সাবান তুলে দেয় তারা । কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে তাদের সতর্কবার্তা দেওয়া হয় । সঙ্গে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয় সকলকে । যা বাংলার ভাষা পাশাপাশি অলচিকি লিপিতেও লিখে দেওয়া হয় ।

জঙ্গলমহল এলাকার তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের হাতে চাল, ডাল, আলু, সাবান তুলে দিচ্ছে বনবিভাগের কর্মীরা


পিড়াকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মহান্ত, নয়াবসত রেঞ্জের অফিসার সমীর বোস, মেদিনীপুর রেঞ্জের জুইঁ অধিকারীর সহযোগিতায় আজ খাদ্য সামগ্রী দান করা হয় । প্রথম পর্যায়ে 1000 পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে l প্রতিটি প্যাকেটে থাকছে 5 কিলো চাল, 2 কিলো আলু, 500 গ্রাম মুসুর ডাল ও দু'প্যাকেট সয়াবিন, দু'প্যাকেট করে বিস্কুট ও একটি করে সাবান । সঙ্গে লকডাউনে প্রত্যেককে বাড়িতে থাকার আবেদন জানানো হয় l বনবিভাগের আধিকারিকরা সকলে এই সময়ে শিকার না করার আবেদন জানান ও শিকার উৎসব বন্ধ করার পরামর্শ দেন ।

আজকের বিতরণে উপস্থিত ছিলেন পিড়াকাটা রেঞ্জ অফিসার পাপন মহান্ত, মৌপাল বিট অফিসার প্রণবকুমার দাস, রঞ্জা বিট অফিসার বিমল সোরেন l সকলের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, আগামীদিনে এরা সমস্যায় পড়লে ফের সাহায্য করা হবে । তাছাড়া এই খাবার দিয়ে তো আর বেশিদিন চলবে না, তাই লকডাউন যতদিন চলবে এমনভাবে খাদ্য সামগ্রী দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details