মেদিনীপুর, 4 অগস্ট:কাশ্মীরের ডাল লেকে প্রিয়জনের সঙ্গে শিকারায় ভাসতে ইচ্ছে হচ্ছে ? সঙ্গে আন্দামানের অ্যাডভেঞ্চার ? তাহলে এবার বঙ্গেই এই দুই ইচ্ছে পূরণ হবে ৷ পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল অধ্যুষিত কংসাবতী নদীতে চলছে শিকারা ৷ খুব শীঘ্রই এখানে শুরু হবে একাধিক অ্যাডভেঞ্চার রাইডও ৷ উদ্যোক্তাদের আশা, দেশ-বিদেশের পর্যটকরা এখানে এসে যেমন শিকারার স্বাদ নিতে পারবেন সঙ্গেই স্ক্রু ড্রাইভিং, ফ্রি-ফায়ার ক্যাম্প এবং বনভোজনের সুবিধাও মিলবে । পুরো দায়িত্বভার সামলাবেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । পুজোর পরেই পুরোদমে চালু হতে চলেছে এইসব ব্যবস্থা ।
তিন একর জায়গায় 10 কোটি টাকা খরচা করে 'কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার' নামে এই পার্ক জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের শহর মেদিনীপুর ও খড়গপুরের সংযোগস্থল কংসাবতীতে তৈরি করা হয়েছে । এই মুহূর্তে ব্যাটারিচালিত একটি বড় শিকারা এবং পালবাহী সাতটি শিকারা নিয়েই পথ চলা শুরু হয়েছে । ছোট বড় শিকারাতে চেপে পর্যটকরা কংসাবতী নদীর মাঝে গড়ে ওঠা তিনটি দ্বীপ যেমন পরিদর্শন করতে পারবেন, তেমনি থাকছে এই দ্বীপে গিয়ে রান্নাবান্না এবং বনভোজনের আনন্দ নেওয়ার ব্যবস্থা । এছাড়াও এই কংসাবতীর এক প্রান্তে পরিযায়ী পাখিদের দেখার সাধও মিলবে এই শিকারাতে ৷
আরও পড়ুন :নতুন হংকং হিসেবে গড়ে উঠবে আন্দামান