দাঁতন, 24 সেপ্টেম্বর : রাতভর কেঁদেই চলেছে বছর পাঁচেকের এক শিশুকন্যা ৷ সারারাত ধরে একরত্তি ওই মেয়ের কান্নার কারণ খুঁজতে গিয়ে প্রতিবেশীরা দেখেন বাড়িতে পড়ে তার মায়ের মৃতদেহ ৷ কীভাবে হল এসব ? প্রতিবেশীদের দাবি, মমতা দাস নামে ছোট্ট ওই মেয়েটি জানিয়েছে, মাকে মেরে ফেলেছে তার বাবা ৷
আরও পড়ুন :Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের
বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে ওইটুকু মেয়ের এমন দাবিতে হইচই পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিতুনিয়া গ্রামে ৷ খবর যায় পুলিশে ৷ খবর দেওয়া হয় মমতার মামার বাড়িতেও ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷
পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা দাস (30) ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পূজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ পূজার বাবা দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পূজার শ্বশুর উদয় দাসকে ৷