পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Monkeypox: রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে এক, নমুনা পরীক্ষা পুনেতে

দিন কয়েক আগেই ইউরোপ থেকে ফিরেছেন এক ছাত্র ৷ গায়ে ব়্যাশ বেরোনো এবং অন্যান্য উপসর্গ নিয়ে পশ্চিম মেদিনীপুরের বছর তিরিশের ওই যুবককে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয় । চিকিৎসকদের অনুমান তিনি মাঙ্কিপক্স-এ আক্রান্ত হয়ে থাকতে পারেন (First Monkeypox Case Suspect in West Bengal) ৷

Monkeypox
রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে এক

By

Published : Jul 8, 2022, 10:49 PM IST

কলকাতা, 8 জুলাই: রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি এক। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ৷ সূত্রের খবর, বছর তিরিশের ওই যুবক সম্প্রতি ইউরোপ থেকে ফিরেছেন। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে (First Monkeypox Case Suspect in West Bengal)।

মাঙ্কিপক্সের জেরে তোলপাড় বিদেশ। হু-র পক্ষ থেকে দেওয়া হয়েছে সতর্ক বার্তা। তবে এখনও রাজ্য তথা দেশে এই রোগে আক্রান্তের হদিশ মেলেনি। তবে এবার রাজ্যে দেখা গেল সেই ভয়। দিন কয়েক আগেই ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন এক ছাত্র। গায়ে 'র‌্যাশ' বেরোনো এবং অন্যান্য উপসর্গ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ওই তরুণকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "এক ছাত্রকে মাঙ্কিপক্স আক্রান্ত বলে অনুমান করা হচ্ছে। বিদেশ থেকে যেহেতু তিনি ফিরেছেন তাই শীঘ্রই তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছে।" তাঁর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। রোগী আইসোলেশনে রয়েছেন। তাঁর বাড়ির লোকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন:বাড়ছে সংক্রমণ, কোভিডের মতোই অতিমারির রূপ ধারণ করবে মাঙ্কিপক্স ?

উল্লেখ্য, হু-র প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, বিশ্বের 80টি দেশে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে ৷ যে তালিকায় ইউরোপের একাধিক দেশ রয়েছে ৷ ইউরোপ ছাড়াও মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু দেশেও এই ভাইরাসের সন্ধান মিলেছে ৷ হু-র তথ্য অনুযায়ী, এই ভাইরাসের একটি প্রজাতির 10 শতাংশ পর্যন্ত মারণ ক্ষমতা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details