চন্দ্রকোণা 28 সে এপ্রিল : একদিকে যখন করোনা সংক্রমণ বেড়েই চলছে, তখন জেলায় জেলায় করোনার ভ্যাকসিন নিয়ে দেখা দিয়েছে সমস্যা ৷ এরকম সমস্যা দেখা দিয়েছে চন্দ্রকোণাতেও ৷ ভ্যাকসিনের প্রথম ডোজ পর্যাপ্ত না থাকায় প্রথম ডোজ দেওয়ার কাজ বন্ধ করল চন্দ্রকোনার সংশ্লিষ্ট প্রশাসন ৷ আর তাতেই ক্ষোভের সঞ্চার মানুষের মধ্যে ৷
সূত্রের খবর, করোনার ভ্যাকসিন পর্যাপ্ত নেই ৷ আর সেই কারণেই চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল প্রথম ডোজ দেওয়ার কাজ ৷ শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষের ৷ বুধবার সকালে এই সিদ্ধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ৷
মঙ্গলবার রাত থেকে ইট পেতে লাইন দিয়ে বুধবার ভোর ভোর হাসপাতালের ভ্যাকসিনেশন কেন্দ্রে প্রথম ডোজ নিতে পৌঁছে যান শতাধিক মানুষ৷ কিন্তু হাসপাতালে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত না থাকায় জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়, টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷ নতুন করে টিকা এলে ফের সেই কাজ শুরু করা হবে ৷ আপাতত দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলবে ৷