বেলদা, 27 ডিসেম্বর:গাছের গোড়ায় ও মগডালে জ্বলছে আগুন ৷ আগুনের শিখার তীব্রতা দেখা যাচ্ছে দূর থেকেও ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই অবাক করা দৃশ্যের সাক্ষী থাকলেন পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা কাঁথি রাজ্য সড়কের আসদা এলাকায় (fire erupts inside the tree at Belda)। এই ঘটনাটিকে অবাক কান্ড বলেই দাবি স্থানীয়দের ৷ কারণ যে অর্জুন গাছে এদিন আগুন জ্বলতে দেখা গিয়েছে সেটির কান্ড ও গাছের পাতাগুলি ছিল সম্পূর্ণ কাঁচা অবস্থায় ৷
মনে করা হচ্ছে কোনও দাহ্য গ্যাসের কারণেই এই আগুন লাগে ৷ ঘটনাটি দেখতে এলাকায় ভিড় করেন স্থানীয়রা ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাছটির গোড়ায় মাটির তলা থেকে আগুন বের হতে দেখা গিয়েছে ৷ তারপর কান্ডের ভিতর দিয়ে সেই আগুনের শিখা পৌঁছে যায় অর্জুন গাছটির মগডালেও ৷ এলাকাবাসীর কথায়, আগুনের শিখার তীব্রতা খানিকটা কোনও গ্যাসের বার্নারের মতো (Fire Erupts Inside The Tree) ।