খড়গপুর, 2 জুলাই: গভীর রাতে বিধ্বংসী আগুন লাগল খড়গপুর আইআইটি ক্যাম্পাসে ৷ ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে ৷ দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
গভীর রাতে অগ্নিকাণ্ড: শনিবার রাতে খড়গপুর আইআইটি-র লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন লাগে ৷ আগুনের লেলিহান শিখায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র ও গবেষকদের মধ্যে ।
লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন: সূত্রের তরফে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটিতে গভীর রাতে আগুন লাগে । আনুমানিক রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন দেখা যায় । সেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে । আইআইটি কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করে । তবে আগুন তাতে আয়ত্তে না আসায়, দমকলে খবর দেওয়া হয় ৷ শালুয়া আর খড়গপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।