নারায়ণগড়, 18 নভেম্বর : নারায়ণগড়-এর রানিসরাই খটনগর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে আগুন লেগে পুড়ে গেল ওষুধপত্র-সহ বহু দামি জিনিসপত্র ৷
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানিসরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খটনগর এলাকায় পঞ্চ দুর্গা মন্দির এর কাছে সন্তোষ চন্দ নামে এক চিকিৎসকের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আগুন লাগে৷ মাটির ঘরের উপরে খড়ের চাল থাকায় মুহূর্তে আগুন বড় আকার ধারণ করে ৷ গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পরে দ্রুত। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এই আগুন দেখতে পান ৷ তারাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নেভায় ৷