পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire: আগুন লেগে ভষ্মীভূত চিকিৎসকের বাড়ি, ক্ষতিগ্রস্থ ডিসপেনসারি - fire breaks out

নারায়ণগড়-এর রানিসরাই খটনগর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে ৷ পুড়ে যায় বাড়িতে অবস্থিত ডিসপেনসারির বহুমূল্য জিনিসপত্র ৷

Fire
আগুন লেগে ভষ্মীভূত চিকিৎসকের বাড়ি, ক্ষতি ডিসপেনসরির

By

Published : Nov 18, 2021, 10:55 PM IST

নারায়ণগড়, 18 নভেম্বর : নারায়ণগড়-এর রানিসরাই খটনগর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে আগুন লেগে পুড়ে গেল ওষুধপত্র-সহ বহু দামি জিনিসপত্র ৷

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানিসরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খটনগর এলাকায় পঞ্চ দুর্গা মন্দির এর কাছে সন্তোষ চন্দ নামে এক চিকিৎসকের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আগুন লাগে৷ মাটির ঘরের উপরে খড়ের চাল থাকায় মুহূর্তে আগুন বড় আকার ধারণ করে ৷ গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পরে দ্রুত। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এই আগুন দেখতে পান ৷ তারাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নেভায় ৷

আগুন লেগে ভষ্মীভূত চিকিৎসকের বাড়ি, ক্ষতি ডিসপেনসরির

আরও পড়ুন : Bidhannagar Police : দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা

ওই বাড়িতে সন্তোষ চন্দ্র নামের ওই চিকিৎসকের ডিসপেনসারি ছিল। এই ডিসপেনসারি থেকেই এলাকার মানুষদের ওষুধপত্র দেওয়ার কাজ করতেন সন্তোষবাবু। তিনি জানিয়েছেন, এদিন দুপুরে তিনি হঠাৎ দেখতে পান তাঁর বাড়ির দোতলায় আগুন লেগে গিয়েছে ৷ দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গিয়েছে ডিসপেনসারির বহুমূল্য জিনিসপত্র ৷

ABOUT THE AUTHOR

...view details