মেদিনীপুর, 6 এপ্রিল : কোরোনার জেরে বাতিল পশ্চিম মেদিনীপুরের ঝাড়েশ্বর মন্দিরের গাজন উৎসব l প্রতিবছর চৈত্র মাসে কানাশোল গ্রামের এই মন্দিরে গাজন উৎসব হয় । মেলাও বসে। এই মেলায় অন্তত দশ হাজারের বেশি মানুষের সমাগম হয় । কিন্তু এবার কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বন্ধ হয়ে গেল উৎসব ।
কেশপুরের আনন্দপুর থানার কানাশোল গ্রাম । রাজ্যে এই গ্রামের পরিচিতি ঝাড়েশ্বর মন্দিরের জন্য l এখানে শিব পূজিত হন ঝাড়েশ্বর রূপে । চৈত্র মাসের গাজন উপলক্ষ্যে প্রায় একমাস ব্যাপী মেলা চলে এখানে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন । কিন্তু এবার পুরো ফাঁকা মন্দির প্রাঙ্গন । নেই মাইকের আওয়াজে মন্ত্রচ্চারণ বা হরেক মাল 10 টাকার বিজ্ঞাপন । নেই চপ ভাজার জিলিপির দোকান বা নাগরদোলার কাউন্টার । মন খারাপ এলাকাবাসীর ।