মেদিনীপুর, 24 ডিসেম্বর : পক্ষাঘাতে আক্রান্ত বাবা । মা অসুস্থ । অভিযোগ, অসহায় বাবা-মাকে দেখেন না ছেলে সব্যসাচী দাস । তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার । বাবা-মাকে না দেখলেও অভিযোগ, তিনি প্রতি মাসে বাবার বেতনের টাকা তুলে নেন । এমনকী, বাবার সহকর্মীরা সাহায্য হিসেবে যে চাল-ডাল দেন, সেসবও না কি নিয়ে যান । প্রতিবাদ করলে জোটে মারধর । দেখানো হয় আইনের ভয় । সব্যসাচীর এক বোনও রয়েছে । কিন্তু অভিযোগ, তিনিও খেয়াল রাখেন না বাবা-মার। অমানবিক ঘটনাটি মেদিনীপুরের কোতবাজার এলাকার ।
অসিত দাস পেশায় শিক্ষক । বাড়ি মেদিনীপুরের কোতবাজার এলাকায় । পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 3 বছর ধরে বাড়িতে পড়ে আছেন । মেদিনীপুর সদর ব্লকের শাওড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । 2013 সালে প্রতারণার অভিযোগে সাসপেন্ড করা হয় তাঁকে । তার দু'বছর পর থেকে স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী । অভিযোগ, বাবার এই অসুস্থতার সুযোগ নেয় সব্যসাচী । বাবার হয়ে প্রতিমাসে সে বেতন তুলে নেয় কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেনি । অসিতবাবু ও তাঁর স্ত্রী মনীষার এই অবস্থা দেখে অন্যান্য শিক্ষকরা মাঝেমধ্যে চাল ,ডাল দিয়ে সাহায্য করেন । রান্নার গ্যাস দিয়ে যান । কিন্তু সেই সমস্ত না কি শ্বশুরবাড়িতে নিয়ে যান সব্যসাচী । সেখানেই স্ত্রী ও সন্তানের সঙ্গে তিনি থাকেন ।