পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘাটালে আড়াই মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, আটক দম্পতি

Father newborn drowned girl child: বাবা পেশায় রাজমিস্ত্রি ৷ তাঁর তৃতীয় কন্যা সন্তানের বয়স আড়াই মাস ৷ অভিযোগ, শিশুটিকে নদীর জলে ফেলে দিয়ে এসেছে বাবা ৷ দেহ উদ্ধার করতে শুরু হয়েছে তল্লাশি।

ETV Bharat
তৃতীয় কন্যাসন্তানকে নদীর জলে ফেলে দিল বাবা

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:36 AM IST

Updated : Jan 5, 2024, 7:52 AM IST

ঝুমি নদীতে আড়াই মাসের শিশুকন্যাকে ভাসিয়ে দিল বাবা

ঘাটাল, 5 জানুয়ারি: আড়াই মাসের মেয়েকে নদীর জলে ফেলে দিল বাবা ৷ ঘটনা জানাজানি হতেই পুলিশ আটক করল ওই শিশুর বাবা ও মাকে ৷ ঘটনাটি ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রামপঞ্চায়েতে রামচক গ্রামের ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বয়স মাত্র আড়াই মাস ৷ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তার খোঁজ মিলছিল না। পরে জানা যায় তাকে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। আর এমন কাজ করেছে তার বাবা! পুলিশের জেরায় সে কথা স্বীকারও করেছে অভিযুক্ত। অন্ধকার হয়ে যাওয়ায় নদীতে তল্লাশি চালানো যায়নি ৷ আজ সকালে দেহ উদ্ধারের চেষ্টা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পুলিশের অনুমান, গত মঙ্গলবার রামচক গ্রামের বাসিন্দা খোকন হাজরা তাঁর তৃতীয় কন্যাসন্তানকে ঝুমি নদীর জলে ফেলে দিয়ে আসে ৷ এরপর বৃহস্পতিবার সকালে আইসিডিএস কর্মীরা খোকন হাজরার বাড়িতে ওই শিশুকে দেখতে গিয়ে জানতে পারেন ওই শিশুটি আর নেই ৷ তৎক্ষণাৎ আইসিডিএস কর্মীরা গ্রামপঞ্চায়েতের প্রধানকে বিষয়টি জানান ৷

তারপরেই ওই এলাকার ভিলেজ পুলিশ ঘাটাল থানায় খবর দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় ওই এলাকায় পৌঁছন। এরইমধ্যে সন্তানকে নদীর জলে ফেলে দেওয়ার বিষয়টি জানা যায়। নদীর যে জায়গায় ওই শিশুকে ফেলা হয়েছে, সেখানে খোকন হাজরাকে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় খুব বেশিক্ষণ খোঁজ চালানো সম্ভব হয়নি ৷ পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে ডুবুরি নামিয়ে ওই শিশুর সন্ধান চালাবে পুলিশ ৷ পরে সব দিক খতিয়ে দেখে এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই শিশুর বাবা ও মাকে আটক করে ৷

খোকন পেশায় রাজমিস্ত্রি ৷ খোকন ও তাঁর স্ত্রী টুপাই হাজরার তৃতীয় সন্তান ছিল এই শিশুকন্যা ৷ ঘটনাটি জানাজানি হতেই নিন্দার ঝড় ওই এলাকায় ৷ তবে খোকন কন্যা সন্তানকে নদীর জলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছ বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ সে পুলিশকে আরও জানিয়েছে, ওই শিশুকন্যা কিছু খেতে পারত না ৷ তাই সে নিজেই শিশুটিকে নদীতে বাচ্চাকে ফেলে দিয়ে এসেছে ৷ তবে এই কাজটি সে একাই করেছে ৷

Last Updated : Jan 5, 2024, 7:52 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details