পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Father Beaten Son Classmate চিপস খাওয়া নিয়ে গণ্ডগোল, ছাত্রকে মারধরের অভিযোগ বন্ধুর বাবার বিরুদ্ধে - ছাত্রকে মারধরের অভিযোগ অপরজনের বাবার বিরুদ্ধে

চিপস খাওয়াকে নিয়ে দুই ছাত্রের গণ্ডগোলের জেরে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল অপর ছাত্রের বাবার বিরুদ্ধে (Father Beaten Son Classmate) ৷ এই নিয়ে থানায় অভিযোগ করে আহত ছাত্রের পরিবার ৷ এরপর আটক করা হয়েছে অভিযুক্ত বাবাকে ৷

Father Beaten Son Classmate
Daspur school

By

Published : Aug 28, 2022, 4:08 PM IST

দাসপুর, 28 অগস্ট:স্কুল চত্বরে চিপস খাওয়াকে নিয়ে দুই ছাত্রের বিবাদ থেকে হাতাহাতি । এই ঘটনায় সন্তানকে মারধরের অভিযোগ তুলে স্কুলের মধ্যে ঢুকে এক ছাত্রকে বেধড়ক মারধর করলেন অপর ছাত্রের বাবা (father accused of beaten son classmate) । এমনটাই অভিযোগ আহত ছাত্রের পরিবারের ৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে । অবশেষে পুলিশ এসে অভিযুক্ত অভিভাবককে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি আয়ত্তে আসে ।

এই ঘটনা ঘটেছে দাসপুর থানার উত্তর মাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে । অভিযোগ, শুক্রবার ক্লাস চলাকালীন ঢুকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে হঠাৎই দ্বিতীয় শ্রেণির ছাত্র গদাধর মাইতিকে মারতে থাকেন প্রত্যুষের বাবা প্রণব করন । জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র প্রত্যুষ করন ও গদাধর মাইতির মধ্যে চিপস খাওয়াকে কেন্দ্র করে মারামারি হয় (School Students) । আর এই ঘটনার জেরে প্রত্যুষের বাবা প্রণব ক্লাসের মধ্যে ঢুকে গদাধরকে বেধড়ক মারধর করে ।

গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান

ঘটনার জেরে শনিবার গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং অভিযুক্তের গ্রেফতারের দাবি তোলে । উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । শেষমেশ স্কুলের প্রধান শিক্ষক মুকুন্দ মোহন সিং জানান, থানায় লিখিত অভিযোগ করা হবে । সেই মত খবর দেওয়া হয় দাসপুর থানায় ।

আরও পড়ুন:নিম্নমানের স্কুল ড্রেস নিয়ে নাজেহাল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

যদিও অভিযুক্ত বাবার দাবি, প্রতিনিয়ত তাঁর ছেলেকে গদাধর মাইতি নামে ওই ছাত্র মারধর করত । এই বিষয়ে একাধিকবার জানানো হয়েছে স্কুলে ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ৷ যার ফলে রাগের বশেতে তিনি এই ঘটনা ঘটিয়েছেন (Father Beaten Son Classmate) ।

অপরদিকে, স্কুলে ঢুকে মারধর ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা । শেষ পর্যন্ত এই ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় । এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

ABOUT THE AUTHOR

...view details