দাসপুর, 28 অগস্ট:স্কুল চত্বরে চিপস খাওয়াকে নিয়ে দুই ছাত্রের বিবাদ থেকে হাতাহাতি । এই ঘটনায় সন্তানকে মারধরের অভিযোগ তুলে স্কুলের মধ্যে ঢুকে এক ছাত্রকে বেধড়ক মারধর করলেন অপর ছাত্রের বাবা (father accused of beaten son classmate) । এমনটাই অভিযোগ আহত ছাত্রের পরিবারের ৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে । অবশেষে পুলিশ এসে অভিযুক্ত অভিভাবককে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি আয়ত্তে আসে ।
এই ঘটনা ঘটেছে দাসপুর থানার উত্তর মাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে । অভিযোগ, শুক্রবার ক্লাস চলাকালীন ঢুকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে হঠাৎই দ্বিতীয় শ্রেণির ছাত্র গদাধর মাইতিকে মারতে থাকেন প্রত্যুষের বাবা প্রণব করন । জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র প্রত্যুষ করন ও গদাধর মাইতির মধ্যে চিপস খাওয়াকে কেন্দ্র করে মারামারি হয় (School Students) । আর এই ঘটনার জেরে প্রত্যুষের বাবা প্রণব ক্লাসের মধ্যে ঢুকে গদাধরকে বেধড়ক মারধর করে ।
ঘটনার জেরে শনিবার গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং অভিযুক্তের গ্রেফতারের দাবি তোলে । উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । শেষমেশ স্কুলের প্রধান শিক্ষক মুকুন্দ মোহন সিং জানান, থানায় লিখিত অভিযোগ করা হবে । সেই মত খবর দেওয়া হয় দাসপুর থানায় ।