চন্দ্রকোনা, 9 মার্চ : বিষ খেয়ে আত্মঘাতী কৃষক ৷ চন্দ্রকোনার যদুপুরের ঘটনায় রবীন্দ্রনাথ চক্রবর্তী নামে ওই কৃষকের এ বছর আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে (Farmer Suicide in Chandrakona Due to Loss in Potato Farming) ৷ পাশাপাশি ব্যাংকের থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন চাষের জন্য ৷ সেই ঋণের টাকা শোধ করার জন্য ব্যাংক থেকে সম্প্রতি নোটিস পাঠানো হয় ৷ যার জেরে বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে ৷ আর সেই কারণেই তিনি, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মৃত কৃষক রবীন্দ্রনাথ চক্রবর্তীর পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে রবীন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি থেকে বেশকিছুটা দূরে বিষ খান ৷ স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে তৎক্ষণাত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ এর পর অবস্থার অবনতি হলে, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখান থেকে আবারও তাঁকে মেদিনীপুর মেডিক্যালে কলেজে স্থানান্তর করে চিকিৎসকরা ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান রবীন্দ্রনাথ চক্রবর্তী ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেনার কারণেই আত্মহত্যা করেছেন তিনি ৷