পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া অস্ত্রোপচারের পরও বাঁচল না মেয়ে, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের সদস্যদের - চিকিৎসার গাফিলতির অভিযোগ

Medical Negligence Complaint: রবিবার সকালেই মেয়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিল পরিবার ৷ সঠিক চিকিৎসার জন্য মন্ত্রীর দ্বারস্থও হন মা ৷ কিন্তু রাতেই মৃত্যু হল 13 বছরের কিশোরীর ৷ হাসপাতালে বিক্ষোভ দেখাল ৷

Etv Bharat
জোড়া অস্ত্রোপচারের পরও বাঁচল না মেয়ে

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 2:06 PM IST

চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের

পশ্চিম মেদিনীপুর, 11 ডিসেম্বর:রবিবারই মেয়েকে বাঁচাতে চিকিৎসার অভিযোগ তুলে মন্ত্রীর হাত-পায়ে পরেছিলেন মা রীনা রায় ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ জোড়া অস্ত্রোপচারের ধকল নিতে পারল না 13 বছরের কিশোরী ৷ রাতেই ঢলে পড়ল মৃত্যুর কোলে ৷ কাঠগড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়রা ৷ বিশৃঙ্খলা রুখতে হাসপাতাল চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মৃতার আত্মীয় নীলু রাণা ও প্রতিমা প্রামাণিকের অভিযোগ, মেয়ের মারা গিয়েছে তা প্রথমে জানানো হয়নি ৷ কোনওরকম পরীক্ষা ছাড়াই কী করে চিকিৎসক অস্ত্রোপচার করলেন তার জবাব দিতে হবে ৷ চিকিৎসার গাফিলতির জন্য সুপ্রিয়া মারা গিয়েছে ৷ চিকিৎসকের কড়া শাস্তি চাই ৷

বিজেপির জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, "রোগীর মৃত্যু হয়েছে অনেক আগেই। আমরা আসার পর হাসপাতালের তরফ থেকে রোগীর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয় ৷ মেদিনীপুর হাসপাতাল শ্মশানে পরিণত হয়েছে। তাই বিনা কারণে রোগীদের মৃত্যু হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।"

মেদিনীপুর শহর কালগাং এলাকার বাসিন্দা মা রীনা রায় ও বাবা রিঙ্কু রায়ের মেয়ে সুপ্রিয়া রায় অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত শুক্রবার । সেদিনই রাতে তড়িঘড়ি মেয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় বলে অভিযোগ মায়ের ৷ তিনি জানান, হাসপাতালে মেয়েকে ভর্তি করানোর সময় এত খারাপ অবস্থা ছিল না ৷ কোনও রকম পরীক্ষা না করিয়েই চিকিৎসক অপারেশন করে বলে অভিযোগ ৷ এরপর শনিবার সকালে ফের মেয়ের অপারেশন হয় ৷ তখন চিকিৎসক জানান, রক্ত বন্ধ হচ্ছে না ৷ আইসিইউতে মেয়ের অবস্থা আশঙ্কাজনক ৷

এদিকে এদিনই, জঙ্গলমহল ঝাড়গ্রামের লালগড়ের ধরমপুরের হরিনা গ্রামে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত হয় একই পরিবারের চারজন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু ও হয়। সেই ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রীকে কাছে পেয়ে মেয়েকে বাঁচাতে কাকুতিমিনতি জানায় পরিবার ৷ মন্ত্রীও আশ্বাস দেন সুপারের সঙ্গে কথা বলবেন, যাতে ভালোভাবে চিকিৎসা হয় ৷ কিন্তু প্রতিশ্রুতিই সার ৷ সন্ধ্যে নাগাদ মেয়ের মৃত্যুর খবর পায় পরিবার।

আরও পড়ুন

1. বিস্বাদ রসগোল্লা ! মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আহত ক্রেতা

2.দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

3.পিকনিকে গিয়ে অঘটন! স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিক্ষক ও আরেক ছাত্রের

ABOUT THE AUTHOR

...view details