মেদিনীপুর, 10 জানুয়ারি : করোনা মহামারীর জেরে দীর্ঘ সময় ধরে তালা শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ৷ অনলাইনে পড়াশুনা কার্যত পরিণত হয়েছে প্রহসনে ৷ এই সময়কালে স্কুলছুটের তালিকাটা কম নয়, বরং দীর্ঘই ৷ দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়াশুনা শিকেয় তুলে অসৎসঙ্গ কিংবা নেশাজাত দ্রব্যে আসক্তি হওয়ার ঘটনাও নতুন কিছু নয় ৷ এমনই এক ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর শহরের তলকুই এলাকা ৷ তবে ঘটনার পরিণতি হল মর্মান্তিক (Police rescued the drug addicted boy) ৷
বাড়িতে বসে চুরি এবং মাদকাসক্ত বালক। পরিবারের সম্মানার্থে 6দিন তাই ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা-মা (Family keep drug addicted boy in chains)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ। পাঠানো হল পুনর্বাসন কেন্দ্রে। মেদিনীপুর শহরের তলকুই এলাকায় বাবুরাম সোরেন ও নগর সোরেনের ছেলে সনাতন সোরেন(15) সপ্তম শ্রেণির ছাত্র ৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুণ অসৎসঙ্গে মাদকাসক্ত হয়ে পড়ে সে ৷ মাদকের টাকা জোগাতেই বেছে নেয় চুরির পথ। টাকার জন্য পরিবারে অশান্তি লেগেই থাকত।