চন্দ্রকোনা, 14 মার্চ : বৃদ্ধার জমি-জায়গা পড়েছিল অনেকদিন ধরেই । আর তাতেই নজর পড়ে পাড়ারই এক ব্যক্তির । অভিযোগ, ওই সম্পত্তি হাতানোর জন্য সোজা তিনি হাজির হন গ্রাম পঞ্চায়েতে । সেখান থেকে জীবিত ওই বৃদ্ধার ডেথ সার্টিফিকেট বের করেন (Fake Death Certificate of Alive Old Woman For Property) । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুর গ্রামে ৷
গ্রামের বাসিন্দা 74 বছর বয়সি অন্নপূর্ণা পাঁজা ৷ জানা গিয়েছে, অন্নপূর্ণা পাঁজার বাপের বাড়ি গড়বেতা থানার ফতেগড় গ্রামে । শ্বশুর বাড়ি চন্দ্রকোনার ধরমপুরে । স্বামী রাসবিহারী পাঁজা ও তিন ছেলের সংসারে বহাল তবিয়তে রয়েছেন অন্নপূর্ণা দেবী । তবে প্রশ্ন, একটাই যাচাই না করে কীভাবে সার্টিফিকেট বের করে দিল গ্রাম পঞ্চায়েত?
আরও পড়ুন : Fire at Tangra Update : ট্যাংরায় আগুন 90 শতাংশ নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে নগরপাল বিনীত গোয়েল
অন্নপূর্ণা পাঁজার ছেলেদের দাবি গড়বেতার ফতেগড় গ্রামে তাঁর দাদুর(অন্নপূর্ণার বাবা) রেখে যাওয়া কিছু সম্পত্তি জমি জায়গা রয়ে গিয়েছে । দাদুর দুই মেয়ের একজন মারা গিয়েছেন এবং বর্তমানে অপর মেয়ে অন্নপূর্ণা পাঁজা তথা তাঁদের মা জীবিত রয়েছেন । দাদুর কোনও ছেলে না-থাকায় এবং বর্তমানে তাদের মা অন্নপূর্ণা পাঁজাই বাপের বাড়ির পড়ে থাকা সম্পত্তির উত্তরাধিকার বলে দাবি বৃদ্ধা অন্নপূর্ণা পাঁজার ছেলেদের ।
বৃদ্ধার ছেলে কমল কুমার পাজাঁর অভিযোগ, "মায়ের বাপের বাড়ির পড়ে থাকা সম্পত্তি হাতানোর জন্য ফতেগড় গ্রামের বাসিন্দা সুদর্শন মল্লিক নামের ব্যক্তি ভুয়া শংসাপত্র বের করে প্রতারণার চেষ্টা করছে । গড়বেতার আমশোল গ্রাম পঞ্চায়েত থেকে মা অন্নপূর্ণা পাঁজার নামে ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে । এছাড়াও বিভিন্ন দফতর থেকে মায়ের নামে ভুয়া শংসাপত্র বের করে মায়ের বাপের বাড়ির সম্পত্তি হাতানোর চেষ্টা করেছেন সুদর্শন মল্লিক ।"