পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nilgai at Jangal Mahal: জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে নীলগাই! আতঙ্ক নিয়েই দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা - Nilgai at Jangal Mahal

রয়্যাল বেঙ্গল টাইগারের পর নীলগাইয়ের ভিডিয়ো ভাইরাল ( Video Viral in Social Media) জঙ্গলমহলে! মানুষ দেখলেই গভীর জঙ্গলে দৌড় ওই বিলুপ্তপ্রায়ের ৷

Nilgai in Jangal Mahal
নীলগাই

By

Published : Mar 4, 2023, 3:14 PM IST

জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে নীলগাই

লালগড়, 4 মার্চ:বিলুপ্তপ্রায় নীলগাইয়ের সন্ধান মিলল জঙ্গলমহলের মেদিনীপুরে। আর তা দেখতে স্থানীয়রা ভিড় জমালেন জঙ্গলে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় (Viral Video of Nilgai)। যদিও বনদফতর সূত্রে খবর, এই ধরনের ঘটনার কথা তাঁরা শুনেছেন, তবে বিস্তারিত জানেন না ৷ তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে দাবি বনদফতরের আধিকারিকদের।

এক সময় এই আংশিক জঙ্গলমহলঅধ্যুষিত মেদিনীপুরে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছিল। সেই রয়্যাল বেঙ্গলকে কেন্দ্র করে রীতিমতো দু'মাস ধরে আতঙ্কিত ছিলেন এলাকার মানুষজন-সহ বনকর্মীরা। দফায়-দফায় জঙ্গলমহলে তল্লাশির সঙ্গে ড্রোন দিয়ে নজরদারি করেও সেই রয়েল বেঙ্গল টাইগারকে দেখা বা ধরা যায়নি। যদিও পরবর্তীকালে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে মৃত অবস্থায় পাওয়া যায় মেদিনীপুরের বাগঘোরা জঙ্গলে।

যদিও সেই ঘটনার পরেই বনদফতর সচেতন হয়ে বার্তা দিয়েছিল জেলার মধ্যে যাতে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে। তবে সেই ভয়ংকর অভিজ্ঞতা এখনও ভুলতে পারেনি মেদিনীপুর। তারই মধ্যে এবার নীলগাইয়ের সন্ধান মিলল জঙ্গলমহল এলাকায়। সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরেই লালগড় রেঞ্জ এলাকায় এই নীলগাইয়ের দেখা মিলছে। যদিও মানুষজনকে দেখলেই তৎক্ষণাৎ গভীর জঙ্গলে ঢুকে পড়ছে জন্তুটি। আর তার কিছু সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। বিলুপ্তপ্রায় সেই প্রাণীর দেখা পাওয়ায় নড়েচড়ে বসেছে বনদফতর।

আরও পড়ুন:পর্যটকদের রাস্তা আটকে দাঁড়িয়ে বুনো দাঁতাল হাতি, তারপর কী হল দেখুন ভিডিয়োতে

তবে এখনও পর্যন্ত বনদফতর এই ভিডিয়োর সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেনি। তাঁদের বক্তব্য, এই ধরনের একটা ভিডিয়ো তাদের কাছেও এসেছে, কিন্তু সেটা কতটা সত্য তা সম্পর্কে সন্দেহ রয়েছে। আর এই ঘটনায় ফের মেদিনীপুরজুড়ে শুরু হয়েছে নতুন করে চাঞ্চল্য। কারণ হিসেবে বলা যায় সচরাচর এই মেদিনীপুরের জঙ্গল এলাকায় এই ধরনের পশুর দেখা মেলে না। জঙ্গলের মধ্যে খরগোশ, শিয়াল বনবিড়াল-সহ বেশ কিছু হরিণ দেখা যায় মাঝে মাঝে ৷ কিন্তু এই বিলুপ্তপ্রায় নীলগাইয়ের সন্ধান পাওয়ায় তটস্থ বনদফতর। নজরদারি চালানো হচ্ছে দফায় দফায়।

এবিষয়ে, এক বনবিভাগের আধিকারিক বলেন, "নীলগাই জঙ্গলমহলে পাওয়া কোনও বড় ব্যাপার নয়। কারণ দিনকে দিন জঙ্গলের পরিধি বেড়েছে। তাছাড়া এই নীলগাই সচরাচর দেখা যায় পাশেরই বর্ডার এলাকার ঝাড়খণ্ড ও বাঁকুড়া রেঞ্জে। তাই এই পশুটি কোনওভাবেই জঙ্গলমহলে এসে যেতে পারে। তবে আমরা সবকিছু খতিয়ে দেখছি। তারপরেই ব্যবস্থা নেব। প্রসঙ্গেক্রমে বলা যায়, ঠিক এরকমভাবেই কয়েক বছর আগে রয়েল বেঙ্গল টাইগারের ভিডিয়ো ভাইরাল হয়েছিল জঙ্গলমহলে। ভাদুতলা শালবনি এলাকায় সেটিকে দেখা যায় এবং ভিডিয়ো ঘিরে তোলপাড় হয়েছিল সেই সময়। যদিও প্রথমে বনদফতর সেই ঘটনার কথা অস্বীকার করে, কিন্তু পরবর্তীকালে দু'মাস পর সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে মৃত অবস্থায় পাওয়া যায় এই জঙ্গলমহলে। আর তা নিয়ে বনদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন:বন্য হাতির সঙ্গে লড়াইয়ে মৃত্যু গোপালস্বামীর

ABOUT THE AUTHOR

...view details