কেশপুর, 9 এপ্রিল: দীর্ঘদিন এলাকায় জলের সমস্যা ৷ এ ছাড়াও বন্যায় বিধ্বস্ত বাড়িগুলির ব্যবস্থা করেননি মন্ত্রী শিউলি সাহা । এই অভিযোগে এ বার নিজেদের দলের মন্ত্রীর বিরুদ্ধেই অবরোধে নামলেন দলের কর্মী-সহ স্থানীয় গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, মন্ত্রী ভোটের সময় আসেন ৷ বাকি সময় আসেন না । জলের সমস্যা নিয়ে কোনও আলাপ-আলোচনা করেন না তিনি । দেখা করার চেষ্টা করেন না ৷ যদিও উলটো সাফাই দিয়েছেন মন্ত্রী শিউলি সাহা । তিনি বলেন, যাঁরা এই ধরনের অবরোধ করছেন, তাঁরা বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের উস্কানিতে এ সব করছেন ৷ তাঁরা আদৌ তৃণমূল করেন না ।
ফের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় মানুষজন-সহ স্বয়ং শাসক দলের নেতা কর্মীরা ৷ ঘটনাটি কেশপুরের মুগবাসান এলাকাযর । কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা রবিবার মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন কেওটপাড়া শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন দিদির দুত কর্মসূচি । সেই সময়ই দলের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পথ অবরোধ শুরু করলেন মুগবাসানের যুব তৃণমূল কংগ্রেস কর্মী-সহ গ্রামবাসীরা।
তাঁদের অভিযোগ, গত বন্যার সময় চারজন মন্ত্রী মুগবাসান গ্রামে এসে বন্যায় বিধ্বস্ত বাড়িঘরগুলি পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত একটা বাড়িও কেউ পায়নি । তাঁদের আরও অভিযোগ, তাঁরা ভোট দিয়ে মন্ত্রীকে জেতালেও তাঁদের পাড়ায় কখনওই আসেন না মন্ত্রী । আজও তাঁর গ্রামের মানুষের সঙ্গে দেখা করার সময় হয়নি ! মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের । এছাড়াও তাঁরা মন্ত্রীর বিরুদ্ধে এক ও একাধিক অভিযোগ এনেছেন । সেই কারণেই তাঁরা এ দিন অবরোধে শামিল হয়েছেন । তাঁদের অবরোধে এলাকায় যানজট সৃষ্টি হয় ৷ সারি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাক ও অন্যান্য গাড়ি ৷