কেশপুর, 22 সেপ্টেম্বর : আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে ভস্মীভূত একটি বাড়ি । জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী । ঘটনাটি কেশপুরের ঘোষডিহা গ্রামের । ওই বাড়িতে অবৈধভাবে প্রায় 15 বছর ধরে আতসবাজি তৈরি হচ্ছিল বলে জানা গেছে । জখম দু'জনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্তে কেশপুর থানার পুলিশ ।
কেশপুরে বাজি তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর জখম 2 - কেশপুরে অবৈধ বাজির কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম 2
আতসবাজি তৈরি করার সময় বিস্ফোরণ । ভস্মীভূত গোটা বাড়ি । জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঘোষডিহা গ্রামের ।
প্রায় 15 বছর ধরে ঘোষডিহা গ্রামে নিজের বাড়িতেই আতসবাজি তৈরি করছিলেন হারাধন গায়েন । আজ দুপুর 3টে নাগাদ সেই বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। সেখানে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হারাধনবাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা । আগুন নেভানোরও চেষ্টা করেন । আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটি ভস্মীভূত হয়ে যায় । ভেঙে পড়ে বাড়ির এক পাশের দেওয়ালও ।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে । উড়ে যায় হারাধনবাবুর বাড়ির ছাদ । তাহলে সেখানে কি শুধু আতসবাজি তৈরি হত ? না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ ? খতিয়ে দেখছে পুলিশ ৷