পশ্চিম মেদিনীপুর, 8 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার ৷ এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে ৷ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি ৷ আহতদের নাম বলাই মান্না এবং বুদ্ধদেব মান্না ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
যদিও, এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হচ্ছিল ৷ আর সেখানে আহত দুই ব্যক্তি তৃণমূল কর্মী । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ তাদের দাবি, এই ঘটনা কোনও বোমা বিস্ফোরণের নয় বরং আতশবাজি ফেটেছে ৷ তাও পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, সেই আবেদন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
জানা গিয়েছে, বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণের জেরে যে দু’জন আহত হয়েছেন তাঁদের শরীরের অনেকটাই আগুনে ঝলসে গিয়েছে ৷ কিন্তু, কীভাবে হল এই বিস্ফোরণ ? তার কারণ স্পষ্ট নয় এখনও ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন দুপুরে নাগাদ ওই গ্রামে বিকট একটি আওয়াজ শুনতে পান স্থানীয়রা ৷ তারপরই চিৎকার শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ বিস্ফোরণের জায়গায় গিয়ে গ্রামবাসীরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় বলাই মান্না তাঁর বাড়ির সামনে পড়ে রয়েছেন ৷ আহত তাঁর ছেলে বুদ্ধদেব মান্নাও ৷