পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটে হেরেও পিপিই কিট পরে ওয়ার্ড স্যানিটাইজেশনে জোট প্রার্থী - রীতা শর্মা

একুশের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন ৷ তবে মানসিক ভাবে হারেননি ৷ পুরসভাকে খবর দিলে তিনদিন পর আসছে স্যানিটাইজ করতে ৷ তাই ভোটে হেরেও পিপিই কিট পরে নিজেই ওয়ার্ড স্যানিটাইজেশনে বেরিয়েছেন খড়্গপুরে 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর রিতা শর্মা ৷ নিজ উদ্যোগে ইতিমধ্যেই ওয়ার্ডের 1 হাজার 700টি বাড়ি স্যানিটাইজ করেছেন তিনি ৷

খড়গপুরে স্যানিটাইজেশন
খড়গপুরে স্যানিটাইজেশন

By

Published : May 22, 2021, 7:37 PM IST

খড়গপুর, 22 মে : বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন ৷ তবে মানসিকভাবে হারেননি খড়্গপুরের জোট প্রার্থী রীতা শর্মা । পিপিই কিট পরে হাতে মেশিন নিয়ে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন করার কাজে । তাঁর এই কাজেই মুগ্ধ এলাকার মানুষ ৷

খড়্গপুর 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর রীতা শর্মা একুশের নির্বাচনে এবারে সংযুক্ত মোর্চার হয়ে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন । যদিও বিজেপির ভিভিআইপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান । তবে মানসিক ভাবে হারেননি ৷ করোনা সংক্রমণ রুখতে তাই কাজে নেমে পড়েছেন জীবন বিপন্ন করেই ।

রীতা বলেন, "করোনার গ্রাস থেকে খড়্গপুরও বাদ যাচ্ছে না । এই ওয়ার্ডের কিছু লোক মারা গিয়েছেন এবং কিছু লোক আক্রান্ত হয়েছেন । খড়্গপুর পৌরসভায় খবর দিলে তিনদিন পরে এসে ওই বাড়ি স্যানিটাইজ করছে ৷ তাই আমার মনে হল এই ওয়ার্ডের 1,700টি বাড়ির ভিতর ও বাইরে স্যানিটাইজ করার দরকার রয়েছে ৷ তাই নিজের থেকে উদ্যোগ নিয়ে করাচ্ছি । মানুষকে বাঁচানোই এখন আমাদের প্রধান কাজ ।"

ভোটে হেরেও নিজ উদ্যোগে খড়্গপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশনে জোট প্রার্থী রীতা শর্মা ৷

দিনদিন ভয়ঙ্কর আকার নিতে চলেছে করোনার সংক্রমণ ৷ মুম্বই, দিল্লির পর পশ্চিমবঙ্গেও ঊর্ধ্বমুখী সংক্রমণের হার ৷ গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের এই করোনা সংক্রমণের সংখ্যাও প্রচুর বাড়ছে । প্রতিদিন 500 জনের অধিক নতুনভাবে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস দ্বারা । করোনা সংক্রমণের ভয়ঙ্কর আকার নিয়েছে রেল শহর খড়্গপুরে ।বছর খানেক আগে এই সংক্রমণের প্রথম শুরুতেই করোনা সংক্রমিত হয়েছে খড়্গপুর । এরপর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছে রেল শহর । সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী । তাই পৌরসভা থেকে চার-পাঁচদিন পর পর এলাকার স্যানিটাইজেশন করার কাজ চলছে কিন্তু তাতেও সংক্রমণ গতি কমছে না কিছুতেই । তাই এবার নিজে হাতে মেশিন নিয়ে পিপিই কিট পরে রাস্তায় নামলেন খড়গপুর 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রীতা শর্মা । তিনি নিজে যাবতীয় বিধিনিষেধ মেনে পিপিই কিট পরে নেমে পড়েন এলাকা স্যানিটেশনের কাজ করতে । মেশিন হাতে নিয়ে একের পর এক নিজের ওয়ার্ডের অন্তর্ভুক্ত সমস্ত বাড়িকে সেনিটাইজেশন করছেন । প্রতিদিন এভাবেই সকাল থেকে বিকেল অবধি চলছে তাঁর মানুষের স্বার্থে এই কাজকর্ম আর তাতেই খুশি ওয়ার্ডের মানুষ । কাউন্সিলরের উদ্যোগে ইতিমধ্যেই 1 হাজার 700টি বাড়ি স্যানিটাইজ হয়েছে ।

আরও পড়ুন : ঢুকছে মাছ-মাংস-ডিম, করোনা রোগীদের সুস্থ করতে 104 বছরের নিয়ম ভাঙল ভারত সেবাশ্রম

ABOUT THE AUTHOR

...view details