মেদিনীপুর, 14 অক্টোবর: একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পরিতোষ ঘোষ (Escaped Prisoner from Correctional Home)। ইতিমধ্যে, 12-14 বছর জেল খেটেছেন। জেল কর্তৃপক্ষ তাঁর আচার-আচরণে খুশি হয়ে কেন্দ্রীয় সংশোধনাগার (Central Correctional Home) থেকে তাঁকে মুক্ত সংশোধনাগার (Open Correctional Home) পাঠিয়েছিল। বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোর রাত থেকে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। ওই আসামীর পালানোর খবর নিশ্চিত হওয়ার পরই জেল কর্তৃপক্ষ জেলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । লিখিত অভিযোগের ভিত্তিতে, জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালী থানার পক্ষ থেকে তল্লাশি শুরু করা হয়েছে ।
জানা গিয়েছে, নদীয়া জেলার ধুবুলিয়া এলাকার বাসিন্দা মাঝবয়সী পরিতোষ ঘোষ । একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ।নদীয়া, দমদম প্রভৃতি একাধিক সংশোধনাগার ঘুরে সম্প্রতি তাঁর ঠাঁয় হয়েছিল মেদিনীপুর মুক্ত সংশোধনাগারে । সেখান থেকেই শুক্রবার ভোর আড়াইটা-তিনটা নাগাদ পালিয়ে যান তিনি। তবে মুক্ত সংশোধনাগারের আসামী হয়েও তাঁর পালিয়ে যাওয়া ঘিরে নানা রহস্য ঘনাচ্ছে। কারণ, যে সকল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের প্রায় 10-12 বছরের বেশি জেল খাটা হয়ে যায় এবং তাঁদের আচার-আচরণ ভালো থাকে জেল কর্তৃপক্ষকে তাদেরকে সংশোধনাগার থেকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়। সেই মুক্ত সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, সকাল 6টার সময় সই করে বাইরে বেরিয়ে যেতে হয়। এরপর, রাত্রি 8টার সময় পুনরায় সই করে ভেতরে প্রবেশ করতে হয়। নিজের অন্নের সংস্থান নিজেদের করতে হয় মুক্ত সংশোধনাগারের বন্দিদের। তাই,কাজকর্ম করা একপ্রকার বাধ্যতামূলক।