ঘাটাল, 23 জুন :বর্ষা এসেছে বঙ্গে । ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বিশ বাঁও জলে । ফলে প্রতিবছরই এক ছবি, বর্ষায় জলের তলায় চলে যায় ঘাটাল । ফলে এবার বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই ঘাটালে বৈঠক । বন্যার আগাম প্রস্তুতি হিসাবে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে ঘাটাল টাউন হলে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ।
প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানি, এডিএমজি সুদীপ সরকার-সহ ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিকেরা । মূলত বন্যা আসলে কীভাবে মোকাবিলা করা সম্ভব, তার রূপরেখা তৈরি হয় এই প্রশাসনিক বৈঠকে ।
ঘাটলের আগাম বন্যা প্রস্তুতির বৈঠক আরও পড়ুন : শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল, জলমগ্ন মহকুমা শাসকের দফতরও
প্রতিবছরই বর্ষায় সংবাদ শিরোনামে আসে ঘাটালের বন্যা । ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের অধিকাংশই প্লাবিত হয় । তাছাড়া ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড, এছাড়াও ক্ষীরপাই ও খড়ার পৌরসভার আংশিক এলাকা প্লাবিত হয় । বন্যার জলে ডুবে যায় রাস্তাঘাট, নষ্ট হয় জমির ফসল । বলাই বাহুল্য, লক্ষ লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েন এই বন্যায়, দেখা দেয় চরম পানীয় জলের সংকট । এই কয়েকমাস রাজ্য সড়ক থেকে গ্রামীণ সড়ক জলে ডুবে যাওয়ায় নৌকায় করে চলে পারাপার । তাই বর্ষা শুরুর মুখেই আগাম প্রস্তুতি নিল জেলা প্রশাসন ।