মিঞা বাজার, 23 সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের মিঞা বাজারের বিরাট রাজার ব্রাহ্মণ রাখাল চক্রবর্তীর বাড়ির পুজো ৷ যেখানে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন পটচিত্রের মধ্য দিয়ে (Medinipur Chakraborty Poto Durga) ৷ আর দৈর্ঘ্য ও প্রস্থে 6 ফুটের পটচিত্রে দেবী দুর্গার রূপদান করেন শিল্পী তথা ক্ষীরপাই হাসপাতালের স্বাস্থ্য কর্মী সুজিত চক্রবর্তী ৷ গত 16 বছর ধরে তিনি এই কাজ করে আসছেন ৷ এখন রাতদিন পরিশ্রম করে চলছে পটচিত্রে সপরিবার দেবী দুর্গাকে (Durga Puja 2022) ফুটিয়ে তোলার কাজ ৷
সুজিত চক্রবর্তীর আঁকা পটের দুর্গা শোভা পাবে ঐতিহ্যশালী রাখাল চক্রবর্তীর বংশধরের পুজোতে ৷ 6 ফুট বাই 6 ফুটের আকর্লিক কাগজে পটচিত্রে দেবীর স্বরূপ ফুটিয়ে তোলেন শিল্পী সুজিত চক্রবর্তী ৷ একটি মেড়ের মধ্যেই থাকবেন সিংহবাহিনী দেবী দুর্গা (Durga Puja 2022) ৷ পাশাপাশি থাকবেন লক্ষ্মী, গণেশ, কার্তিক সরস্বতী এবং অসুর ৷ এ বারের এই মোড়কে কিছু গয়নার কাজও করেছেন সুজিত চক্রবর্তী ৷
মেদিনীপুর শহরের পরিচিত মুখ হল মিঞা বাজারের বিরাট রাজার রাজপুরোহিত রাখাল চক্রবর্তীর বাড়ি পুজো ৷ আর এই পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 200 বছরের বেশি সময় আগে ৷ জমিদারি আমলের এই পুজোয় প্রতিমা গড়ার অনুমতি ছিল না ৷ তাই পাঁচ ফুট বাই পাঁচ ফুটের পটচিত্রে প্রথম পুজো শুরু করেন রাখাল চক্রবর্তী ৷ তিনি নিজেই ছিলেন প্রধান পুরোহিত ৷ এই পুজোর বৈশিষ্ট্য হল আমিষ ব্যঞ্জনে দেবীকে ভোগ নিবেদন ৷ প্রসাদে ল্যাটা মাছ পোড়া ৷ আর পাঁচটা জায়গার মতোই এখানকার পুজো শুরু হয় ষষ্ঠীতে ৷ ওই দিন পুজোর প্রধান নৈবেদ্য হল ভাত, রুই মাছের ঝোল-সহ পঞ্চব্যঞ্জন ৷