ঘাটাল, 30 নভেম্বর : রাস্তা সংকীর্ণ হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল বহুদিন ধরেই ৷ প্রশাসনের তরফে অবশেষে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ (Ghatal Panskura Road Expansion) চলছে জোর কদমে ৷ তাই সরকারি নিয়ম মেনে উচ্ছেদ করা হচ্ছে রাজ্য সড়কের দুই ধারে অবৈধভাবে থাকা বসতবাড়ি থেকে শুরু করে দোকান ৷ জানা গিয়েছে, এতে ভাঙা পড়বে রাস্তার ধারের প্রায় দু‘শো থেকে আড়াইশো দোকান । তাতেই আশঙ্কায় সোমবার অবরোধে নামে ঘাটালের (Road-Block-in-Ghatal) প্রগতি বাজার কমিটির ব্যবসায়ীরা ৷
ঘাটাল-পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়কের ধারে প্রায় 50 বছর ধরে ব্যবসা করে আসছেন সবজি থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা ৷ এই বাজার ঘাটাল প্রগতি বাজার নামে পরিচিত । এখানকার ব্যবসায়ীদের দাবি, রাস্তা সম্প্রসারণের জন্য যতটুকু দরকার ততটুকু ভাঙুক এবং ভাঙার পর তাঁদের ব্যবসা করার মতো জায়গা দেওয়া হোক ৷ যাতে তাঁরা ব্যবসা করে উপার্জন করতে পারেন ৷ এই বাজারের উপরই তাঁদের রুটিরুজি ৷ ব্যবসা না হলে খেতে না পেয়ে মরতে হবে তাঁদের । তাই পুনর্বাসনের দাবিতে এই অবরোধ বলে জানান তাঁরা ৷