পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Block in Ghatal : রাস্তা সম্প্রসারণে ভাঙা পড়ছে দোকান, পুনর্বাসনের দাবিতে অবরোধে ব্যবসায়ীরা

ঘাটাল পাঁশকুড়া (Ghatal Panskura Road Expansion) বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়কের ধারে বহুদিন ধরেই ব্যবসা করে সংসার চালাচ্ছেন ওঁরা ৷ কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হতেই দোকান ভাঙার আশঙ্কায় অবরোধে বসলেন (Road-Block-in-Ghatal) ঘাটাল প্রগতি বাজার কমিটির ব্যবসায়ীরা ৷

Road Expansion
ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙা পড়েছে দোকান

By

Published : Nov 30, 2021, 3:40 PM IST

ঘাটাল, 30 নভেম্বর : রাস্তা সংকীর্ণ হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল বহুদিন ধরেই ৷ প্রশাসনের তরফে অবশেষে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ (Ghatal Panskura Road Expansion) চলছে জোর কদমে ৷ তাই সরকারি নিয়ম মেনে উচ্ছেদ করা হচ্ছে রাজ্য সড়কের দুই ধারে অবৈধভাবে থাকা বসতবাড়ি থেকে শুরু করে দোকান ৷ জানা গিয়েছে, এতে ভাঙা পড়বে রাস্তার ধারের প্রায় দু‘শো থেকে আড়াইশো দোকান । তাতেই আশঙ্কায় সোমবার অবরোধে নামে ঘাটালের (Road-Block-in-Ghatal) প্রগতি বাজার কমিটির ব্যবসায়ীরা ৷

ঘাটাল-পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়কের ধারে প্রায় 50 বছর ধরে ব্যবসা করে আসছেন সবজি থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা ৷ এই বাজার ঘাটাল প্রগতি বাজার নামে পরিচিত । এখানকার ব্যবসায়ীদের দাবি, রাস্তা সম্প্রসারণের জন্য যতটুকু দরকার ততটুকু ভাঙুক এবং ভাঙার পর তাঁদের ব্যবসা করার মতো জায়গা দেওয়া হোক ৷ যাতে তাঁরা ব্যবসা করে উপার্জন করতে পারেন ৷ এই বাজারের উপরই তাঁদের রুটিরুজি ৷ ব্যবসা না হলে খেতে না পেয়ে মরতে হবে তাঁদের । তাই পুনর্বাসনের দাবিতে এই অবরোধ বলে জানান তাঁরা ৷

আরও পড়ুন :Birthday Celebration at Police Car: নীলবাতি লাগানো পুলিশের গাড়িতে জন্মদিনের উৎসব কিশোর-কিশোরীদের

তাঁদের অভিযোগ, সরকারি হিসেবে রাস্তা সম্প্রসারণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন কিছু অসাধু ব্যবসায়ীর মদতে তার চেয়েও বেশি জায়গা ভেঙে ফেলা হচ্ছে ৷ সরকার যাতে এই বিষয়টি দেখেন ৷ সবজি বিক্রেতা স্বর্ণলতা সিং বলেন, "বাজার ভেঙে দিলে আমরা কোথায় সবজি বিক্রি করব । এটা করেই আমাদের পেট চলে । বাজার ভেঙে দিলে কীভাবে আমাদের সংসার চলবে এসব ভেবে খুবই চিন্তার মধ্যে রয়েছি ।"

এই বাজারে প্রায় 200 জন সবজি ও মাছ বিক্রেতা বসেন । তাঁদের দাবি, রাস্তা বাড়ছে বাড়ুক কিন্তু রাস্তা বাড়ানোর জন্য যতটা জায়গা প্রয়োজন যেন ততটাই ভাঙা হয় ৷ আর তাঁদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয় । কিন্তু বাজার উচ্ছেদ এবং পুনর্বাসন নিয়েও রাজনীতি করছে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীরা বলে অভিযোগ ।
আরও পড়ুন :River Erosion in Chandrakona : নদীর ভাঙন রোধে অভিনব উদ্যোগ প্রশাসনের, লাগানো হল ভেটিভার ঘাস

ABOUT THE AUTHOR

...view details