মেদিনীপুর, 9 মে : রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । ষষ্ঠ দফা নির্বাচন সঠিকভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর সার্কিট হাউজ়ে আসেন তিনি । সকাল 11টা নাগাদ সার্কিট হাউজ়ে বৈঠক করেন ।
ভিনরাজ্য থেকে লোক ঢুকছে মেদিনীপুরে, বিরোধীদের অভিযোগ শুনলেন দুবে - election
সব ভারতীয়দের স্বাধীনতার ব্যাপারে ও তাঁদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার জন্য রাজনৈতিক প্রতিনিধিরা দুবেকে আর্জি জানিয়েছেন । বৈঠকে রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করলেন বিবেক দুবে ।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুবে বলেন, "আজকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে । তাঁরা বৈঠকে সবার স্বাধীনতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়ার জন্য জানিয়েছেন । ভোটারদের ভোট দিতে গিয়ে যেন কোনও বাধার সম্মুখীন হতে না হয় সে বিষয়েও নজর দেওয়ার কথা বলেছেন । আমরা সবদিকেই নজর রাখব ।"
দুবের কাছে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানান তৃণমূল, CPI(M) ও কংগ্রেস প্রতিনিধিরা । বৈঠক শেষে কংগ্রেস ও CPI(M)-র প্রতিনিধিরা জানান, এখন থেকেই জেলায় বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে বহু লোক মেদিনীপুরে প্রবেশ করছে । তাদের বিভিন্ন গেস্ট হাউজ়ে রাখা হয়েছে । অবিলম্বে তাদের গ্রেপ্তার করার কথা বৈঠকে জানানো হয়েছে ।