চন্দ্রকোণা 3 সেপ্টেম্বর : দুর্ঘটনায় পরিবারের দুই কর্তার মৃত্যুতে দিশেহারা পরিবারে সরকারি প্রকল্পের ফর্ম নিয়ে হাজির স্বয়ং বিডিও (BDO) । দিন আনা দিন খাওয়া মৃত জিতেন পূজারী ও কার্তিক নায়েকের পরিবারের সদস্যদের সরকারি প্রকল্পের সুবিধা-সহ পোশাক, খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করলেন তিনি। বিডিওর এই কাজে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
সরকারি প্রকল্পের ফর্ম হাতে দুয়ারে বিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় 5 মার্চ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল জিতেন পূজারী ও কার্তিক নায়েক। পরিবারের দুই কর্তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন দিন আনা দিন খাওয়া মৃত জিতেন ও কার্তিকের পরিবারের সদস্যরা। মুখ ফিরিয়েছিল আত্মীয় পরিজনেরাও।
আরও পড়ুন :Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক
রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতও হয়েছিলেন তাঁরা। গতকাল দুপুরে এই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষের কাছে ৷ দেরি না করে ওইদিন বিকেলে তিনি ও যুগ্ম বিডিও অভিজিৎ পাড়িয়া পৌঁছে যান মৃত জীতেনের স্ত্রী বাসন্তী ও মৃত কার্তিকের স্ত্রী বাবলির কাছে। সঙ্গে নিয়ে যান রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ফর্ম। পরিবারের সঙ্গে কথা বলে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাড়িতে বসেই স্বাস্থ্যসাথী ও লক্ষীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করিয়ে নিয়ে যান তাঁরা।