পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Maruti Van Overturned: শালবনিতে উলটে গেল স্কুল মারুতি ভ্যান, আহত চালক-সহ পড়ুয়ারা - দুর্ঘটনার শিকার হল মারুতি ভ্যান

স্কুল থেকে ফেরার পথে মারুতি ভ্যান উলটে আহত চালক-সহ 3 অভিভাবক ৷ অল্পবিস্তর আহত 8 পড়ুয়াও ৷ ঘটনাটি ঘটেছে শালবনিতে ৷

School Maruti Van Overturned
মারুতি ভ্যান

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 8:23 PM IST

শালবনিতে উলটে গেল স্কুল মারুতি ভ্যান

শালবনি, 28 সেপ্টেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনার শিকার হল মারুতি ভ্যান । এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকা ৷ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা তিন অভিভাবক ৷ কয়েকজন স্কুলের পড়ুয়াও অল্পবিস্তর আঘাত লেগেছে । অন্যদিকে পা ভেঙে আশংকাজনক অবস্থা মারুতি ভ্যানের চালকের ৷ তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে শালবনি থানার পুলিশ ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল পড়ুয়া-সহ তাদের অভিভাবকদের নিয়ে জাড়া থেকে গড়মাল ফিরছিল এই মারুতি গাড়িটি । মারুতি ভ্যানে ছিল আটজন পড়ুয়া এবং চারজন অভিভাবক । শালবনি থানার পাথর কুমকুমীর কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার পালটি খেয়ে যায় । ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক । অন্যদিকে গাড়ির ভেতরে থাকা পড়ুয়া-সহ অভিভাবকদের মধ্যে তিন মহিলা গুরুতর জখম হন । এরই সঙ্গে অল্পবিস্তর আহত হয় খুদে পড়ুয়ারা ।

এরপরই স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । যদিও এই ঘটনায় ওই গাড়িতে থাকা আট পড়ুয়া ভাগ্যের জেরে বড়োসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে । তবে অভিভাবকদের তিন জনের মাথায় গায়ে এবং হাতে ধাক্কা লাগে । আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় ।

আরও পড়ুন:স্কুলবাসের সঙ্গে অটোর সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের 4 মহিলার

এই বিষয়ে অভিভাবক শৈলেন সিং বলেন, "স্কুল থেকে প্রতিদিনের মতো এ দিনও গাড়িতে করে বাড়ি ফিরছিল বাচ্চারা । সেই সময় রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি তিনবার পালটি খেয়ে যায় । এই ঘটনায় গাড়িতে থাকা অভিভাবকদের সঙ্গে আহত হয়েছে চালক । তাঁর পা ভেঙ্গে গিয়েছে । অন্যদিকে মহিলা অভিভাবকরা আহত হয়েছে কম বেশি । এরই সঙ্গে কম বেশি আহত হয়েছে খুদে পড়ুয়ারা ।" শালবনি পুলিশ সূত্রে খবর, রাস্তা খারাপের জন্যই মারুতি ভ্যানটি উলটে যায় এবং সেই ঘটনায় আহত হয়েছে গাড়িতে থাকা চালক-সহ অভিভাবকেরা । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।

ABOUT THE AUTHOR

...view details