চন্দ্রকোনা, 20 জানুয়ারি: প্রায় 5 দিন ধরে প্লাস্টিকের কৌটো মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর (Dog Head stuck In Plastic Pot) ৷ করুন অবস্থা দেখে এগিয়ে এল পঞ্চায়েত প্রধান। কিন্তু চেষ্টা বিফলে ৷ সমস্যা সমাধানে চাইছেন বন দফতরের সাহায্য। কবে কুকুরটি মুক্তি পাবে কৌটো থেকে তার অপেক্ষায় স্থানীয় বাসিন্দা-সহ পঞ্চায়েত প্রধান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা থানার বালাগ্রামে কয়েকদিন আগে একটি পথ কুকুরের মুখে আটকে যায় প্লাস্টিকের কৌটো। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-2নং ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামের মানুষদের। স্থানীয়দের বক্তব্য, একটি পথ কুকুরের মুখে দিন পাঁচেক আগে একটি প্লাস্টিকের কৌটো আটকে যায়। তবে, সেই বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই স্থানীয় মানুষেরা লাগাতার চেষ্টা করে কুকুরের মুখ থেকে কৌটো খোলার জন্য। কুকুরের মুখ থেকে কৌটো খোলার চেষ্টা করলেও বিফল হয় তারা।