মেদিনীপুর, 31 মার্চ : হাসপাতালে চিকিৎসার পরিষেবা নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ আগেই ছিল । আয়াদের দৌরাত্ম্যের অভিযোগও কম ছিল না । এবার মর্গ থেকে ময়নাতদন্ত শেষ করে পরিবারকে দেহ ফেরত দিতে মোটা টাকা দাবি মর্গে কর্মরত কর্মীদের । সেই টাকা না মেটাতে পারায় দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ ।
ঘটনাটি মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গের (Disturbance surrounding return of body from morgue in Midnapore Medical College Hospital) । জানা গিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুর থেকে 7টি দেহের ময়নাতদন্ত হয় । সন্ধ্যে নাগাদ বেশ কয়েকটি পরিবার যখন দেহ আনতে গিয়েছিল, তখন মর্গে কর্মরত কর্মীরা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর দেড় হাজার টাকা দাবি করেন । কি কারণে ওই টাকা তা জানতে গেলে মর্গের কর্মীরা জানান, কর্মীদের মদ খেতে টাকা দিতে হবে । তা না হলে দেহ ফেরত দেওয়া হবে না । এই কথা শুনে শোকগ্রস্ত পরিবারের অন্যরা খুব একটা প্রতিবাদ করার সাহস না পেলেও বাধ সাধে সবং এলাকার এক তৃণমূল নেতার পরিবারের দেহ আটকে রাখা নিয়ে । সবং এলাকার তৃণমূলের নেতা সুবল মাঝির পরিবারের এক দেহ আনতে এলে টাকার দাবি করায় উত্তেজনা তৈরি হয় ।
আরও পড়ুন : Dausa Lady Doctor Suicide Case : রাজস্থানে আত্মহত্যা মহিলা চিকিৎসকের, গ্রেফতার বিজেপি নেতা
সুবল মাঝি এ বিষয়ে বলেন, "মৃত্যুর পরে পরিবারের লোকের মানসিক অবস্থা এমনিতেই খারাপ থাকে । তার পরেও গরিব মানুষগুলোর কাছে মোটা টাকা তোলা আদায় করছে এই লোকগুলো । হাসপাতালে একদল লোকজন সব জানলেও কিছু বলে না । আমাদের সরকারের বদনাম করছে এই সমস্ত লোকগুলো । বিষয়টি আমরা দলে জানাচ্ছি । প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হতে বলব ।"