পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Midnapore Medical College Hospital : মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ ফেরত দিতে টাকা চাওয়ার অভিযোগে উত্তেজনা - Midnapore

মর্গ থেকে দেহ ফেরত দিতে লাগবে মোটা টাকা ৷ এনিয়ে তৃণমূল নেতার সঙ্গে বাধল গন্ডগোল ৷ সামাল দিতে ছুটল পুলিশ ৷ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা (Disturbance surrounding return of body from morgue in Midnapore Medical College Hospital) ৷

Midnapore Medical College Hospital
Midnapore Medical College Hospital

By

Published : Mar 31, 2022, 4:02 PM IST

মেদিনীপুর, 31 মার্চ : হাসপাতালে চিকিৎসার পরিষেবা নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ আগেই ছিল । আয়াদের দৌরাত্ম্যের অভিযোগও কম ছিল না । এবার মর্গ থেকে ময়নাতদন্ত শেষ করে পরিবারকে দেহ ফেরত দিতে মোটা টাকা দাবি মর্গে কর্মরত কর্মীদের । সেই টাকা না মেটাতে পারায় দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ ।

ঘটনাটি মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গের (Disturbance surrounding return of body from morgue in Midnapore Medical College Hospital) । জানা গিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুর থেকে 7টি দেহের ময়নাতদন্ত হয় । সন্ধ্যে নাগাদ বেশ কয়েকটি পরিবার যখন দেহ আনতে গিয়েছিল, তখন মর্গে কর্মরত কর্মীরা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর দেড় হাজার টাকা দাবি করেন । কি কারণে ওই টাকা তা জানতে গেলে মর্গের কর্মীরা জানান, কর্মীদের মদ খেতে টাকা দিতে হবে । তা না হলে দেহ ফেরত দেওয়া হবে না । এই কথা শুনে শোকগ্রস্ত পরিবারের অন্যরা খুব একটা প্রতিবাদ করার সাহস না পেলেও বাধ সাধে সবং এলাকার এক তৃণমূল নেতার পরিবারের দেহ আটকে রাখা নিয়ে । সবং এলাকার তৃণমূলের নেতা সুবল মাঝির পরিবারের এক দেহ আনতে এলে টাকার দাবি করায় উত্তেজনা তৈরি হয় ।

আরও পড়ুন : Dausa Lady Doctor Suicide Case : রাজস্থানে আত্মহত্যা মহিলা চিকিৎসকের, গ্রেফতার বিজেপি নেতা

সুবল মাঝি এ বিষয়ে বলেন, "মৃত্যুর পরে পরিবারের লোকের মানসিক অবস্থা এমনিতেই খারাপ থাকে । তার পরেও গরিব মানুষগুলোর কাছে মোটা টাকা তোলা আদায় করছে এই লোকগুলো । হাসপাতালে একদল লোকজন সব জানলেও কিছু বলে না । আমাদের সরকারের বদনাম করছে এই সমস্ত লোকগুলো । বিষয়টি আমরা দলে জানাচ্ছি । প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হতে বলব ।"

অপর এক স্থানীয় বাসিন্দা চন্দন রায় বলেন, "আমার ক্ষেত্রেও একই ভাবে মোটা টাকা দাবি করা হয়েছে । এটা চরম অন্যায় । কোন লোকের কাছে এই টাকা নেওয়া চলবে না । সরকারের কাছ থেকে যে পরিমাণ টাকা তারা পায় সেই টাকা দিয়ে কাজ করতে হবে ওদের । আমরা কোনও টাকা দেব না ।"

যদিও মর্গের এইরকম তোলাবাজি ছাড়াও মেদিনীপুর মেডিকেলের (Midnapore Medical College Hospital) মাতৃমা ভবনে আয়াদের ক্ষেত্রেও একই রকম তোলাবাজির অভিযোগ রয়েছে । চিকিৎসা করতে আসা জেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, "আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভর্তি করার পরে আয়ারা মোটা টাকা দাবি করেছিল । টাকা না দেওয়ার পর হঠাৎ শুনতে পেলাম আমার স্ত্রীর চিকিৎসার কোনও কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না । কিভাবে চিকিৎসা হচ্ছে তার কোন ঠিক নেই । রোগী ভর্তি করলেই মোটা টাকা দাবি করছে আয়ারা । তা না হলে কোন চিকিৎসা হবে না বলে তারাই জানিয়ে দিচ্ছে ।"

আরও পড়ুন : Rampurhat Massacre : ভাদু খুনে গ্রেফতার আরও 2, তালা ভেঙে নিহত উপপ্রধানের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে সিবিআই

এই ধরনের ঘটনা নিয়ে অভিযোগ এড়িয়ে গিয়েছেন হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা । মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার সঞ্জীবকুমার গোস্বামী বলেন, "এমন কোথায় ঘটল জানা নেই । অন্য কারণে সমস্যা হয়ে থাকতে পারে । কেউ টাকা চাইলে কখনোই দেবেন না । তবে অভিযোগ কেউ জানালে আমরা ব্যবস্থা নেব ।"

ঘটনার পর তীব্র উত্তেজনা তৈরি হয় বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে । সামাল দিতে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশকে ।

ABOUT THE AUTHOR

...view details